Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

রাম আমাদের সবার পূর্বপুরুষ: মুসলিম নেতা ওয়াসিম

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ নভেম্বর ২০১৯, ০৭:০১ PM
আপডেট: ১৫ নভেম্বর ২০১৯, ০৭:০১ PM

bdmorning Image Preview


উত্তর প্রদেশের শিয়া কেন্দ্রীয় ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান ওয়াসিম রিজমি অযোধ্যায় বাবরি মসজিদের স্থলে রাম মন্দির নির্মাণের জন্য ৫১ হাজার রুপি অনুদানের ঘোষণা দিয়েছেন।

তিনি বলেছেন, রাম আমাদের সবার পূর্বপুরুষ। তাই ওয়াশিম রিজভি ফিল্মসের পক্ষ থেকে মন্দির নির্মাণে এই অনুদান দেওয়া হবে।

৯ নভেম্বর (শনিবার) শতাব্দী প্রাচীন বিবাদের আইনি ইতি টেনে অযোধ্যা মামলার রায় ঘোষণা করেন ভারতের সুপ্রিম কোর্ট। নির্দেশে বলা হয়েছে, বিতর্কিত ২ দশমিক ৭৭ একর জমিতে গড়ে উঠবে রাম মন্দির। আর অযোধ্যার যেকোনও স্থানে মসজিদের জন্য বরাদ্দ করা হবে ৫ একর জমি।

বাবরি মসজিদের স্থলে রাম মন্দির নির্মাণের রায়কে ‘শ্রেষ্ঠ রায়’ হিসেবে আখ্যায়িত করে ওয়াসিম রিজমি বলেছেন, সুপ্রিম কোর্টের রায়ে তারা সন্তুষ্ট। তার দাবি, বছরের পর বছর চলা এই মামলায় এর চেয়ে ভালো রায় হতে পারত না।

তিনি বলেন, রামের জন্মভূমিতে এখন মন্দির বানানোর প্রস্তুতি চলছে। রাম যেহেতু আমাদের সবার পূর্বপুরুষ তাই ওয়াশিম রিজভি ফিল্মসের পক্ষ থেকে আমরা ৫১ হাজার রুপি এই মন্দির নির্মাণে সহায়তা করতে চাই।’

যখন নির্মাণ কাজ শুরু হবে শিয়া ওয়াকফ বোর্ড তাতে সহায়তা করবে উল্লেখ করে ওয়াশিম আরও বলেন, অযোধ্যায় রাম মন্দির নির্মাণ ভারত ও বিশ্বজুড়ে রামভক্তদের জন্য অত্যন্ত গৌরবের। এনডিটিভি

Bootstrap Image Preview