Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মির্জা ফখরুলের ‘নতুন সম্পদের’ খোঁজ দিলেন ওবায়দুল কাদের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ নভেম্বর ২০১৯, ১২:২৯ PM
আপডেট: ১৫ নভেম্বর ২০১৯, ১২:২৯ PM

bdmorning Image Preview


চলমান রাজনৈতিক বিষয়াবলি নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিজ নিজ দলের বক্তব্য নিয়ে পরস্পরের পাল্টাপাল্টি বক্তব্য নিয়মিত ঘটনা। এ বক্তব্য রাজনৈতিক অঙ্গনে বেশ আলোচিত হয়। এবার রাজনৈতিক প্রতিপক্ষ মির্জা ফখরুলের ‘নতুন সম্পদের’ খোঁজ দিলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

ওবায়দুল কাদেরের মতে, মির্জা ফখরুলের সম্পদ হচ্ছে- ‘কথামালার চাতুরি’। এটিই তার একমাত্র ‘রাজনৈতিক সম্পদ’। ‘কথামালার চাতুরি ছাড়া মির্জা ফখরুলের আর কোনো রাজনৈতিক সম্পদ নেই।’

বৃহস্পতিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনের আয়োজন দেখতে এসে সাংবাদিকদের এক প্রশ্নে প্রতিপক্ষ রাজনৈতিক দলের নেতাকে নিয়ে এ মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এখন কিছুই করার নেই। নির্বাচন করে ব্যর্থ, আন্দোলন করে ব্যর্থ, নিজের নেত্রী কারাগারে। নেত্রীর মুক্তির দাবিতে একটা দৃশ্যমান মিছিলও রাজপথে করতে পারেননি৷

‘কাজেই মির্জা ফখরুলের কথামালার চাতুরি ছাড়া রাজনীতিতে আর কোনো সম্পদ নেই’-যোগ করেন ওবায়দুল কাদের।

পেঁয়াজের দামের ঊর্ধ্বগতি, সাংবাদিকরা জানতে চাইলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘এই মাসটা অপেক্ষা করুন, কমে যাবে। আশা করছি কমে যাবে। সরকার সব ধরনের চেষ্টা করে যাচ্ছে।’

এ সময় কাদেরের সঙ্গে ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম বেপারী, খায়রুল ইসলাম জুয়েল, সাজ্জাদ সাকিব বাদশা।

Bootstrap Image Preview