Bootstrap Image Preview
ঢাকা, ২৩ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাজধানীতে পেঁয়াজ নিয়ে নারী-পুরুষের মারামারি!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ নভেম্বর ২০১৯, ০৮:১৩ PM
আপডেট: ১৪ নভেম্বর ২০১৯, ০৮:১৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত


পণ্য পেঁয়াজের দাম কেজিপ্রতি ২০০ টাকা। সময়ের ব্যবধানে তা বেড়েই চলেছে। পেঁয়াজ কিনতে এখন তাই মধ্যবিত্ত ও নিম্নবিত্তের ভরসা রাষ্ট্রীয় বিক্রয় সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর খোলা ট্রাক।

বৃহস্পতিবার রাজধানীর বেশ কিছু স্থানে খোলা ট্রাকে কম দামে পেঁয়াজ বিক্রি করতে দেখা যায়। এই পেঁয়াজ কিনতে লম্বা লাইনও চোখে পড়ে।

পর্যাপ্ত মজুদ না থাকায় লাইনের শেষের দিকে থাকলে পেঁয়াজ না কিনেই ফিরতে হতে পারে। তাই ক্রেতাদের মধ্যে থাকে উদ্বেগ-উৎকণ্ঠা।

এদিকে প্রেসক্লাবে পেঁয়াজের দামের চাপ সইতে না পেরে ক্রেতাদের দেখা গেছে মারামারি করতে। লাইনে দাঁড়ানো নিয়ে কয়েকজন নারী ও পুরুষকে হাতাহাতি করতে দেখা যায়।

একটি লাঠিও চোখে পড়ে এ সময়। একজন নারীর ওপর চড়াও হতে দেখা যায় এক পুরুষকে। তবে ঘটনার বিস্তারিত জানা যায়নি।

কয়েকজন ক্রেতা বলেন, লাইনে দাঁড়ানো নিয়ে সামান্য হাতাহাতির ঘটনা ঘটেছে।

Bootstrap Image Preview