Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

ওমানে জামাল ভুইয়াদের খেলা দেখতে ৫ ঘন্টা আগে থেকেই দীর্ঘ লাইন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ নভেম্বর ২০১৯, ০৭:০৩ PM
আপডেট: ১৪ নভেম্বর ২০১৯, ০৯:০২ PM

bdmorning Image Preview


আর কয়েক ঘন্টা পরই বিশ্বকাপ বাছাইপর্বে ওমানের বিপক্ষে লড়তে মাঠে নামবে জামাল ভূঁইয়ারা। রাঙ্কিং্য়ে ওমানের থেকে ১০০ ধাপ নিচে থাকা বাংলাদেশের খেলা দেখতে উম্মুখ হয়ে আছেন ওমানে থাকা বাংলাদেশের নাগরিকরা।

বাংলাদেশ শুধুমাত্র ক্রিকেট পাগল জাতি কথাটি ভুল প্রমান করেছে ওমানের বাংলাদেশি ফুটবল সমর্থকরা। খেলা শুরু হওয়ার পাঁচ ঘন্টা আগে থেকে কড়া রোদে সুলতান কাবুলস স্টেডিয়ামের সামনে সারি বেঁধে দাড়িয়ে আছেন সব সমর্থক।

এ দৃশ্য দেখে জো মরিসনের মতো বিখ্যাত ফুটবল সঞ্চালকও অভিভূত। তিনি নাকি জানতেনই না বাংলাদেশিরা ফুটবলেরও ভক্ত। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও আপলোড করে এমন বার্তাই জানিয়েছেন তিনি।

খেলা দেখতে আসা ওমান প্রবাসীদের মধ্যে উৎসবমুখর আমেজ চলছে। ওমানের রাজধানী মাসকাটের সুলতান কাবুস স্পোর্টস কমপ্লেক্সে ম্যাচটা আজ বাংলাদেশ সময় রাত নয়টায়, কিন্তু ম্যাচের পাঁচ ঘণ্টা আগ থেকেই স্টেডিয়ামের সামনে ভিড় জমিয়েছেন ওমানপ্রবাসী বাংলাদেশিরা। এবার ফুটবল বিশ্বে নিজেদের জানান দেয়ার সময় এসেছে বলে অভিমত দিচ্ছে ফুটবলপ্রেমীরা।

 

Bootstrap Image Preview