Bootstrap Image Preview
ঢাকা, ১৫ রবিবার, ডিসেম্বার ২০১৯ | ১ পৌষ ১৪২৬ | ঢাকা, ২৫ °সে

বাজিতে হেরে বিয়ে করেছেন অক্ষয়ের স্ত্রী টুইঙ্কেল খান্না!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ নভেম্বর ২০১৯, ০৬:৩২ PM
আপডেট: ১৪ নভেম্বর ২০১৯, ০৬:৩২ PM

bdmorning Image Preview
সংগৃহীত


ক্যারিয়ারের শীর্ষ সময়ে অক্ষয় কুমার বিয়ে করেন টুইঙ্কেল খান্নাকে। তাদের বিয়ের সিদ্ধান্তটাও হয়েছিলো ফিল্মি স্টাইলে। ঘটনা শুরু হয় ২০০০ সালে, যখন টুইঙ্কলের ‘মেলা’ ফিল্ম মুক্তি পাওয়ার কথা। সেই ফিল্মে আমির খানের বিপরীতে অভিনয় করেছিলেন টুইঙ্কেল।

ফিল্মটা নিয়ে টুইঙ্কেল ভীষণ আশাবাদী ছিলেন তাই ফিল্মটা যে সুপার হিট হবে সেটা অক্ষয়কে জানিয়েছিলেন। কিন্তু, অক্ষয় সেটা মানতে পারেননি। তখনই অক্ষয়ের সঙ্গে টুইঙ্কেল বাজি ধরেছিলেন ফিল্মটা নিয়ে। বাজিটা ছিলো এরকম যে, যদি ফিল্মটা ফ্লপ করে তাহলে তিনি অক্ষয়কে বিয়ে করবেন।

নিজের ক্যারিয়ারের শীর্ষ মূহূর্তে বিয়ে করতে চাইছিলেন না বলে এই বাজি ধরেন টুইঙ্কেল। কারণ তিনি একপ্রকার নিশ্চিত ছিলেন যে বাজি জিতবেনই। তবে, মুক্তি পাওয়ার পর দেখা যায় বাজিতে হেরে গেছেন টুইঙ্কেল। কারণ ফিল্মটা বক্স অফিসে তেমন চলেনি। আর এরপরই ২০০১ সালে অক্ষয়কে বিয়ে করেন টুইঙ্কেল।

Bootstrap Image Preview