Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বলিভিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আনিয়েজ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ নভেম্বর ২০১৯, ১০:১৫ AM
আপডেট: ১৪ নভেম্বর ২০১৯, ১০:১৫ AM

bdmorning Image Preview


বলিভিয়ার সিনেটর ডেপুটি প্রধান জিনাইন আনিয়েজ নিজেকে দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা দেন। ইভো মোরালেস পদত্যাগ করে মেক্সিকোয় রাজনৈতিক আশ্রয় গ্রহণের পর তিনি এ ঘোষণা দিলেন।

বলিভিয়ার কংগ্রেসে গত মঙ্গলবার এক ঘোষণায় তিনি বলেন, দেশের সাংবিধানিক আইন অনুযায়ী তিনি এ দায়িত্ব পালন করছেন এবং খুব দ্রুতই তিনি সাধারণ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন।

এ সময় মোরালেসের পার্টির সদস্যরা সংসদের অধিবেশন বয়কট করেন। মোরালেসের পদত্যাগের পর ভাইস প্রেসিডেন্ট আলভারো গার্থিয়া, সিনেটের নেতা আদ্রিয়ানা সালভাতিয়ারা ও হাউস অব ডেপুটিসের নেতা ভিক্টর বোর্দা পদত্যাগ করায় সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট পদের জন্য তিনিই সামনে আছেন বলে কংগ্রেসে দাবি করেন বিরোধীদলীয় সিনেটর আনিয়েজ।

নির্বাচনের জালিয়াতির অভিযোগে আন্দোলনের মুখে পদত্যাগ করেন ইভো মোরালেস। ‘অভ্যুত্থানের শিকার’ বলে অভিযোগ করেন তিনি। আনিয়েজকে ‘অভ্যুত্থানের ইন্ধনদাতা ডানপন্থি সিনেটর’ অভিহিত করে তার ঘোষণার নিন্দা করেছেন মোরালেস। নিজের জীবন নিয়ে শঙ্কার কারণে মেক্সিকোতে রাজনৈতিক আশ্রয় নিয়েছেন বলে জানিয়েছেন তিনি। মঙ্গলবার মেক্সিকোতে বিমান থেকে নামার পর মোরালেস তার রাজনৈতিক ‘লড়াই’ চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

প্রসঙ্গত, ২০ অক্টোবরের নির্বাচনে কারচুপির অভিযোগ নিয়ে সৃষ্ট প্রতিবাদ-বিক্ষোভে তিনজন নিহত ও বহু লোক আহত হওয়ার পর সেনাবাহিনী, পুলিশসহ বিভিন্ন মহলের চাপের মুখে পদত্যাগ করেন মোরালেস।

Bootstrap Image Preview