Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মাদকসহ তিন অপরাধে আসিফের বিরুদ্ধে চার্জশিট জমা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ নভেম্বর ২০১৯, ০৮:০১ PM
আপডেট: ১৩ নভেম্বর ২০১৯, ০৮:০১ PM

bdmorning Image Preview


আসিফ আকবরকে আসামি করে আদালতে চার্জশিট জমা দিয়েছে পুলিশ। আসিফকে মাদক, প্রতারণা এবং তথ্য-প্রযুক্তির তিনটি ধারায় আসামি করা হয়েছে।

৬ জুন, ২০১৮ সালে তেজগাঁও থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের একটি মামলায় আসিফকে গ্রেপ্তার করে সিআইডি। তাকে গ্রেপ্তারের সময় তার অফিস থেকে চার বোতল অবৈধ টাকিলা মদ পাওয়া যায় এবং লাইসেন্স ব্যতীয় বিদেশি মদ দখলে রাখায় চলতি বছরের ২৩ জুলাই আরও একটি মামলা হয় তার বিরুদ্ধে।

প্রসঙ্গত, ২০১৮ সালের ৪ জুন তেজগাঁও থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ (২) ধারাসহ পেনাল কোডের ৪২০/৪০৬/১০৯ ধারায় আসিফ আকবরের বিরুদ্ধে একটি মামলা করেন কণ্ঠশিল্পী শফিক তুহিন। এই মামলাতেই তাকে গ্রেপ্তার করা হয়।

১১ জুন ঢাকা মহানগর হাকিম কেশব রায় চৌধুরী ১০ হাজার টাকা মুচলেকায় আসিফের জামিন মঞ্জুর করেন। বর্তমানে জামিনে আছেন আসিফ।

Bootstrap Image Preview