Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বুধবার, জুলাই ২০২০ | ৩১ আষাঢ় ১৪২৭ | ঢাকা, ২৫ °সে

বেপরোয়া আচরণ সড়কের মত রাজনীতিতেও দুর্ঘটনার কারনঃ ওবায়দুল কাদের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ নভেম্বর ২০১৯, ০৫:১৮ PM
আপডেট: ১৩ নভেম্বর ২০১৯, ০৫:১৮ PM

bdmorning Image Preview
সংগৃহীত


সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বেপরোয়া চালকের মতো রাজনীতিতে যারা বেপরোয়া আচরণ করছেন, এই বেপরোয়া আচরণ আপনাদের রাজনীতিতেও দুর্ঘটনার কারণ হতে পারে। সেটা নিয়ে জাতি শঙ্কিত।

বুধবার (১৩ নভেম্বর) বেলা ১১ টায় চট্টগ্রামে তৃতীয় কর্ণফুলী সেতু নির্মাণ প্রকল্পের আওতায় ছয় লেন বিশিষ্ট ৮ কিলোমিটার এপ্রোচ সড়কের নির্মাণ পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এই কথা বলেন। রাজনীতিতে বেপরোয়া আচরণ এখন সবচেয়ে দুর্ভাবনার কারণ বলেও উল্লেখ করেন তিনি।   

সেতুমন্ত্রী জানান, সদ্য প্রয়াত চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য মঈনউদ্দীন খান বাদলের স্বপ্নের কালুরঘাট সেতুর নির্মাণকাজ আগামী বছর কোরিয়ার অর্থায়নে শুরু হবে।

তিনি আরও বলেন, বর্তমানে বাংলাদেশে সড়ক দুর্ঘটনার হার এশিয়ার অন্যান্য দেশ থেকে বেশি নয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট অনুযায়ী বর্তমানে বাংলাদেশে সড়ক দুর্ঘটনা কমেছে।

Bootstrap Image Preview