Bootstrap Image Preview
ঢাকা, ১২ বৃহস্পতিবার, ডিসেম্বার ২০১৯ | ২৮ অগ্রহায়ণ ১৪২৬ | ঢাকা, ২৫ °সে

সিরিজ জয়ের লড়াইয়ে টাইগার একাদশে যারা থাকছেন 

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ নভেম্বর ২০১৯, ০৬:০৪ PM
আপডেট: ১০ নভেম্বর ২০১৯, ০৬:০৪ PM

bdmorning Image Preview


দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে ৮ উইকেট সিরিজ জয়ের ইতিহাস হাতছাড়া করে বাংলাদেশ। তবে সিরিজ জিতে ইতিহাস গড়ার সুযোগ এখনো রয়েছে টাইগারদের সামনে। তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে আজ  জিতলেই ভারতের বিপক্ষে প্রথমবারের মত সিরিজ জয়ের স্বাদ পাবে বাংলাদেশ।

এমন গুরুত্বপূর্ণ ম্যাচে দলে বড় পরিবর্তন না আনার আভাস দিয়েছেন প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। তবে জানা গেছে, আজকের ম্যাচে দুটি পরিবর্তন হতে পারে টাইগার একাদশে। সুযোগ পেতে পারেন তামিম ইকবালের পরিবর্তে স্কোয়াডে আসা মোহাম্মদ মিঠুন আর স্পিনার তাইজুল ইসলাম। তবে কোনো কিছুই নিশ্চিত নয়।

টাইগারদের সম্ভাব্য একাদশঃ লিটন কুমার দাস, নাইম শেখ, সৌম্য সরকার, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মোহাম্মদ মিঠুন, আমিনুল ইসলাম বিপ্লব, তাইজুল ইসলাম, আলআমিন হোসেন, মোস্তাফিজুর রহমান/শফিউল ইসলাম।

Bootstrap Image Preview