Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

লরির ধাক্কায় মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৩

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ নভেম্বর ২০১৯, ০৫:৫৬ PM
আপডেট: ১০ নভেম্বর ২০১৯, ০৫:৫৬ PM

bdmorning Image Preview


ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার দেবিদ্বার উপজেলার আশরা নামক স্থানে লরির ধাক্কায় মাইক্রোবাসের গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে এক শিশুসহ তিনজনের প্রাণহানি ঘটেছে।

আজ রোববার ভোর পৌনে ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আশরা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সহায়তায় আগুন নিভিয়ে হতাহতদের উদ্ধার করেন।

মাইক্রোবাসটির যাত্রীরা চান্দিনার মহারং গ্রাম থেকে একটি মাহফিল শেষে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হন বলে জানা গেছে। নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে আশরা এলাকায় ঢাকা থেকে কুমিল্লামুখী মাইক্রোবাসটিকে পেছন থেকে একটি লরি ধাক্কা দিয়ে চলে যায়। এতে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে গ্যাস সিলিন্ডারে আগুন ধরে যায়। এ সময় উপস্থিত লোকজন তিনজনকে উদ্ধার করে এবং জরুরি ফোন নম্বর ৯৯৯-এ কল দিয়ে পুলিশকে জানায়।

আজ রোববার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার দেবিদ্বার উপজেলার আশরা নামক স্থানে লরির ধাক্কায় মাইক্রোবাসের গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে এক শিশুসহ তিনজনের প্রাণহানি ঘটেছে।
চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক দেলোয়ার হোসেন জানান, আহত দুজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে এবং অপর একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহতরা হলেন কুমিল্লার অশোকতলা এলাকার হালিমা আক্তার (৩০), দৌলতপুর এলাকার আবুল কাসেম (৫০) এবং মো. জসিম (৪৯)।

কুমিল্লা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক প্রাণনাথ সাহা বলেন, সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেখা যায়, একটি গাড়িতে আগুন লেগেছে। গাড়িটির পেছন থেকে ধাক্কা দেওয়া হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা গাড়ি থেকে একজন নারীকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। দুর্ঘটনায় একজন শিশু ও দুইজন প্রাপ্তবয়স্ক দগ্ধ হয়ে মারা গেছেন। তাদেরকে শনাক্ত করা যাচ্ছে না।

ময়নামতি ক্রসিং থানা পুলিশ নিহতদের লাশ এবং দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি উদ্ধার করে নিয়ে গেছে।

Bootstrap Image Preview