Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

১১৬ বছর বয়সে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে গেছেন নেতাজির ড্রাইভার “সইফুদ্দিন”

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ নভেম্বর ২০১৯, ০৫:০২ PM
আপডেট: ০৯ নভেম্বর ২০১৯, ০৫:০২ PM

bdmorning Image Preview


ভারতের স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী নেতা সুভাষ চন্দ্র বসু মানেই যেন রহস্য। আজও তার অন্তর্ধান রহস্যের কিনারা হয়নি৷ অনেকে মনে করেন স্বাধীনতার পর জীবনের শেষ দিনগুলি নেতাজি ছদ্মবেশে উত্তরপ্রদেশে কাটিয়েছিলেন৷ তবে এবার নেতাজি নন, তার ড্রাইভার শিরোনামের কারণ।

নেতাজির ড্রাইভার কর্নেল নিজামুদ্দিনের বয়স ১১৬ বছর। এই বয়সে ব্যাংক অ্যাকাউন্ট খুলে শিরোনামে উঠে এলেন তিনি৷ কলকাতার সংবাদমাধ্যম এক প্রতিবেদনে এমন তথ্যই জানিয়েছে।

প্রতিবেদন থেকে জানা গেছে, সম্প্রতি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় একটি অ্যাকাউন্ট খুলতে যান সইফুদ্দিন ওরফে নিজামুদ্দিন৷ ব্যাংক কর্তৃপক্ষকে তিনি যে সকল ডকুমেন্ট জমা দেন, তা দেখে তারা হতবাক৷ ভোটার আইডিকার্ড অনুযায়ী, নিজামুদ্দিনের জন্ম ১৯০০ সালে৷ অর্থাৎ তার বয়স ১১৬ বছর, তিন মাস, ১৪ দিন৷

গত ফেব্রুয়ারি মাসে ১১৪ বছর বয়সে মারা যান জাপানের এক বৃদ্ধ৷ মনে করা হচ্ছিল তিনিই বিশ্বের প্রবীণতম নাগরিক৷ কিন্তু নিজামুদ্দিনের ভোটার কার্ড সব হিসাব উলটে দেয়৷ অর্থাৎ নিজামুদ্দিনই বিশ্বের প্রবীণতম মানুষ৷শুধু এটাই নয়, তিনিই নেতাজির গাড়ির ড্রাইভার ছিলেন বলে দাবি৷

প্রেতিবেদন থেকে আরও জানা গেছে, নিজামুদ্দিনের স্ত্রী আজবুনিশাও বেঁচে রয়েছেন৷ তার বয়স বর্তমানে ১০৭ বছর৷ ব্যাংকে দুজনে জয়েন্ট অ্যাকাউন্ট খুলেছেন বলে জানা গেছে৷

Bootstrap Image Preview