Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সন্ধ্যায় আঘাত হানবে ঘূর্ণিঝড় ‘বুলবুল’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ নভেম্বর ২০১৯, ০৩:২৭ PM
আপডেট: ০৯ নভেম্বর ২০১৯, ০৩:৩৭ PM

bdmorning Image Preview
সংগৃহীত


শক্তিশালী রূপ ধারণ করে দ্রুতবেগে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘বুলবুল’।শনিবার (৯ নভেম্বর) সন্ধ্যায়  ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের খুলনা উপকূলে আঘাত হানবে। এই সময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ থাকবে ঘণ্টায় ১০০ থেকে ১২০ কিলোমিটার।

এদিকে আজ শনিবার সকাল সাড়ে নয়টায় আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বুলেটিনে বলা হয়, অতি প্রবল এই ঘূর্ণিঝড়ের কেন্দ্রের চারপাশে ৭৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা গতিবেগ ঘণ্টায় ১৩০ কিলোমিটার; যা কিনা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে প্রায় ১৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। 

বুলবুলের আতঙ্কে মংলা ও পায়রা সমুদ্রবন্দরে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখানো হয়েছে। আরও জানানো হয়, ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে উপকূলীয় এলাকাগুলোতে ৫ থেকে ৭ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

আবহাওয়াবিদ আরিফ হোসেন বলেন, পশ্চিমবঙ্গ ও খুলনা উপকূলে আঘাত হানার পর ঘূর্ণিঝড় বুলবুল দেশের মধ্যাঞ্চলের ওপর দিয়ে প্রবাহিত হবে। এর প্রভাবে শনিবার রাত থেকেই ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টি হতে পারে। 

Bootstrap Image Preview