Bootstrap Image Preview
ঢাকা, ২৬ বৃহস্পতিবার, নভেম্বার ২০২০ | ১২ অগ্রহায়ণ ১৪২৭ | ঢাকা, ২৫ °সে

৩৮ বলে শূন্য রান যে ব্যাখা দিলেন মাহমুদউল্লাহ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ নভেম্বর ২০১৯, ১২:৫৭ PM
আপডেট: ০৮ নভেম্বর ২০১৯, ০১:০০ PM

bdmorning Image Preview


স্বাগতিক ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ৭ উইকেটে জয়ের পর দ্বিতীয় ম্যাচে ৮ উইকেটে হেরেছে বাংলাদেশ।এ ম্যাচে বাংলাদেশের ব্যাটিং ইনিংসে ৩৮টি ডট বল খেলেছে টাইগাররা। অর্থাৎ ২০ ওভারের ১২০ বলের ৩৮ বলেই আসেনি কোনো রান। 

মাত্রাতিরিক্ত ডট বল ডুবিয়েছে বাংলাদেশকে। অথচ উইকেট ছিল ব্যাটিং সহায়ক। এমন উইকেটে ৩৮ ডট বল খেলার কারণ কী?

অধিনায়ক মাহমুদউল্লাহ দলের ব্যাটিং ইনিংসের পোস্টমর্টেম জানাননি। তবে ডট বল নিয়ে মাহমুদউল্লাহ দিলেন বিভ্রান্তিকর ব্যাখ্যা। ম্যাচ শেষে তিনি বলেন, ৩৮টি ডট বলের যে ব্যাপার…আমার মনে হয় একটি টি-টোয়েন্টিতে যদি ৪০টির উপরে ডট বল থাকে তাহলে আপনার ম্যাচ জেতার সুযোগ কম থাকে। সেখানে আমরা ৩৮টি ডট বল খেলেছি। হয়তো ঠিক আছে, তবে উন্নতি করার অবশ্যই সুযোগ থাকবে।

Bootstrap Image Preview