Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নওগাঁয় কোটি টাকার কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ নভেম্বর ২০১৯, ০৫:৩৬ PM
আপডেট: ০৭ নভেম্বর ২০১৯, ০৫:৩৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত


 

নগর সদর উপজেলা থেকে প্রায় ২ কোটি টাকা দামের চারটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে বিজিবি।

বুধবার (৬ নভেম্বর) রাত আটটার দিকে উপজেলার বর্ষাইল গ্রামে  বিজিবি, পুলিশ এবং জেলা প্রশাসনের সমন্বয়ে গঠিত টাস্ক ফোর্সের অভিযানে এই মূর্তিগুলো উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে নওগাঁ ব্যাটালিয়ন এর সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় যেখানে মূর্তি উদ্ধারের তথ্য নিশ্চিত করেন বিজিবি।

সংবাদ সম্মেলন থেকে জানা যায়, বুধবার নওগাঁ বিজিবি-১৬ এর অধিনায়ক লে. কর্নেল এ কে এম আরিফুল ইসলামের নেতৃত্বে বর্ষাইল গ্রামের হাবিবুর রহমানের বাড়ির পাশে অভিযান চালিয়ে চারটি মূর্তি উদ্ধার করা হয়েছে। তবে এই অভিযানে কাউকে গ্রেপ্তার করা হয়নি। মূর্তিগুলোর ওজন ১০০.৮৫ কেজি। এগুলোর আনুমানিক মূল্য প্রায় এক কোটি ৮৫ হাজার টাকা হবে বলে জানা যায়।

Bootstrap Image Preview