Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

ছক্কায় হাফ-সেঞ্চুরির দ্বারপ্রান্তে মাহমুদউল্লাহ 

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ নভেম্বর ২০১৯, ০৭:২৮ PM
আপডেট: ০৬ নভেম্বর ২০১৯, ০৭:২৮ PM

bdmorning Image Preview


 টি-২০ ক্রিকেটে ছক্কায় হাফ-সেঞ্চুরির দ্বারপ্রান্তে বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। আর মাত্র ২টি ছক্কা হাঁকালেই প্রথম বাংলাদেশি হিসেবে টি-২০ ক্রিকেটে ৫০টি ওভার বাউন্ডারির মাইলফলক স্পর্শ করবেন তিনি। 

আগামীকাল রাজকোটে ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-২০তে ২টি ছক্কার প্রয়োজন মাহমুদুল্লাহ’র। তবেই টি-২০তে ছক্কায় হাফ-সেঞ্চুরি পূর্ণ করবেন তিনি।

বর্তমানে টি-২০ ক্রিকেটে ৮১ ম্যাচে অংশ নিয়ে ৪৮টি ছক্কা মেরেছেন মাহমুদুল্লাহ। বাংলাদেশের পক্ষে এর চেয়ে বেশি ছক্কা অন্য কোন ব্যাটসম্যানের নেই। মাহমুদুল্লাহ’র পর দ্বিতীয় সর্বোচ্চ ৪০টি ছক্কা মেরেছেন ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। তামিমের ম্যাচ ৭১টি। এই তালিকায় তৃতীয় সর্বোচ্চ ৩৩টি ছক্কা মেরেছেন নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। ৭৬ ম্যাচের ক্যারিয়ারে

Bootstrap Image Preview