Bootstrap Image Preview
ঢাকা, ০৮ মঙ্গলবার, জুলাই ২০২৫ | ২৪ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সুবর্ণচরে পুকুর পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ০৬ নভেম্বর ২০১৯, ০৫:২৩ PM
আপডেট: ০৬ নভেম্বর ২০১৯, ০৫:২৩ PM

bdmorning Image Preview


নোয়াখালীর সুবর্ণচর থেকে ৩৮ বছর বয়সী এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ৩নং চরক্লাক ইউনিয়নের ৪নং ওয়ার্ডের কেরামতপুর গ্রামের সড়কের পাশের একটি পুকুরের পাড় থেকে এ লাশ উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, আজ স্কুলে যাওয়ার পথে এক ছাত্র পুকুর পাড়ে এ লাশ দেখতে পায়। পরে স্থানীয়রা পুলিশকে জানালে তারা ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, অজ্ঞাত লাশের শরীরে মারাত্মক আঘাতের চিহৃ রয়েছে। ধারণা করা হচ্ছে, পূর্ব শক্রতার জের ধরে কেউ যুবকটিকে হত্যা করে এখানে মরদেহটি ফেলে যায়। চরজব্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহেদ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,  অজ্ঞাত যুবকের পরিচয় এখনও  জানা যায় নি। উদ্ধারকৃত লাশটি শনাক্ত করার চেষ্টা চলছে।

Bootstrap Image Preview