Bootstrap Image Preview
ঢাকা, ০৮ বুধবার, মে ২০২৪ | ২৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দৌলতখানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদযাপন

দৌলতখান প্রতিনিধি
প্রকাশিত: ০৬ নভেম্বর ২০১৯, ০৪:৫২ PM
আপডেট: ০৬ নভেম্বর ২০১৯, ০৪:৫২ PM

bdmorning Image Preview


“সচেতনতা, প্রস্তুতি ও প্রশিক্ষণ, দুর্যোগ মোকাবেলায় সর্বোত্তম উপায়” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ভোলার দৌলতখানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০১৯ উপলক্ষে, র‌্যালি আলোচনা সভা ও উদ্ধার এবং অগ্নি নির্বাপণী সাজ সরঞ্জাম প্রদর্শন করা হয়েছে।

বুধবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলা ফায়ার সার্ভিস এর উদ্যোগে দৌলতখান ফায়ার স্টেশন কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের হয়। র‍্যালিটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফায়ার সার্ভিস দৌলতখান স্টেশন কার্যালয়ের সামনে আসে। এরপর সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় ফায়ার সার্ভিসের কর্মকর্তা এস ও মোস্তফা কামাল জনসাধারণের উদ্দেশ্যে বলেন, ‘অসাবধানতাই অগ্নিকান্ডের প্রধান কারন। তাই অগ্নি প্রতিরোধে সচেতন হোন  আপনার ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিকান্ডের ঝুঁকি অনুযায়ী অগ্নি নির্বাপক যন্ত্রপাতি স্থাপন করুন।’

পরবর্তীতে বিভিন্ন উদ্ধার ও অগ্নি নির্বাপণী সাজ সরঞ্জাম জনসাধারণের জন্য প্রদর্শন করা হয়।

Bootstrap Image Preview