Bootstrap Image Preview
ঢাকা, ২১ বৃহস্পতিবার, নভেম্বার ২০১৯ | ৭ অগ্রহায়ণ ১৪২৬ | ঢাকা, ২৫ °সে

ওয়াজ মাহফিলে বান্ধবীকে ফুল দেয়া নিয়ে সংঘর্ষ, আহত ১০

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ নভেম্বর ২০১৯, ০৩:৪৫ PM
আপডেট: ০৬ নভেম্বর ২০১৯, ০৩:৪৮ PM

bdmorning Image Preview


ওয়াজ মাহফিল অনুষ্ঠানে বান্ধবীকে ফুল দেওয়াকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। গত সোমবার সন্ধ্যা ৭টার দিকে ফরিদপুরের বোয়ালমারীর বেলজানী খেয়াঘাটে এলাকায় এ ঘটনা ঘটে। ইছাখালী ও কান্দাকুল গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষ হয়। এতে কমপক্ষে ১০ জন আহত হয়েছে।

খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ময়না ইউপি সদস্য মো. আক্তার হোসেন জানান, সোমবার ইছাখালীর রুবেল ওয়াজ শুনতে আসা তাঁর এক বান্ধবীর হাতে ফুল দেন। এ সময় কান্দাকুল গ্রামের সজল শেখ ওই ছেলেকে ফুল দিতে বাধা দেন। এ নিয়ে তাঁদের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে মাহফিলে থাকা দুই গ্রামের লোকজন লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

আহতদের মধ্যে ইছাখালী গ্রামের মো. সাইদ শেখ, রুবেল শেখ ও রবিন শেখকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

Bootstrap Image Preview