Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

জাবিতে আন্দোলনকারীদের উপর ছাত্রলীগের হামলাঃ আহত ৩৫

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ নভেম্বর ২০১৯, ০৪:৩৫ PM
আপডেট: ০৫ নভেম্বর ২০১৯, ০৪:৩৫ PM

bdmorning Image Preview
সংগৃহীত


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ডঃ ফারজানা ইসলামের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে অপসারণের দাবিতে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ পাওয়া গেছে। এই হামলায় সাংবাদিক, পাঁচ নারী শিক্ষার্থীসহ অন্তত ৩৫ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (৫ নভেম্বর) বেলা ১১ টার দিকে উপাচার্যের বাসভবনের সামনে আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের নেতা কর্মীরা হামলা করে তাদেরকে তুলে দেয়ার চেষ্টা করে। তখন জাবি ছাত্রফ্রন্ট সভাপতি মাহাথির মোহাম্মদের ওপর হামলা করে ছাত্রলীগের নেতাকর্মীরা। সভাপতিকে বাঁচাতে যায় সরকার ও রাজনীতি বিভাগের স্নাতকোত্তরের ছাত্রী মারিয়াম রশিদ ছন্দা। তখন ছাত্রলীগের এক ক্ষিপ্ত কর্মী মারিয়ামের পেটে লাথি মারেন যার ফলে তিনি যন্ত্রণায় মাটিতে লুটিয়ে পড়েন। এছাড়াও আন্দোলনরত শিক্ষকদেরও লাঞ্ছিত করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। হামলার সময় পুলিশ ও ভিসিপন্থী শিক্ষকরাও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

গত সোমবার (৪ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের অপসারণের দাবিতে তার বাসভবন ঘেরাও  করেন আন্দোলনকারীরা। উপাচার্য অপসারণ না হওয়া পর্যন্ত অবরোধ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছিলেন তারা।

Bootstrap Image Preview