Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

দুদকের মামলায় জামিন পেলেন লতিফ সিদ্দিকী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ নভেম্বর ২০১৯, ০৭:০১ PM
আপডেট: ০৪ নভেম্বর ২০১৯, ০৭:০১ PM

bdmorning Image Preview
সংগৃহীত


 

বগুড়ায় সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট। সোমবার (৪ নভেম্বর) বিচারপতি ওবায়দুল হাসান এবং বিচারপতি একেএম জহিরুল হকের  নেতৃত্বাধীন হাইকোর্ট ডিভিশন  বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে লতিফ সিদ্দিকীর পক্ষে শুনানি করেন আইনজীবী মনসুরুল হক চৌধুরী। অপরদিকে দুদকের পক্ষের শুনানিতে ছিলেন আইনজীবী খুরশিদ আলম খান। এ ব্যাপারে খুরশিদ আলম খান সাংবাদিকদের বলেন, এ জামিনাদেশের বিরুদ্ধে দুদক আপিল বিভাগে আবেদন করবে।

চলতি বছরের গত ২৬ সেপ্টেম্বর হাইকোর্টে জামিন আবেদন করেন লতিফ সিদ্দিকী। গেলো ১ অক্টোবর হাইকোর্টের আরেকটি বেঞ্চ লতিফ সিদ্দিকীর এই জামিন আবেদন ফেরত দিয়েছিলেন।

দুদকের মামলার বিবরণ অনুযায়ী, ২০১৭ সালের ১৭ অক্টোবর রাতে দুদকের বগুড়া সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমিনুল ইসলাম বাদী হয়ে বগুড়ার আদমদীঘি থানায় মামলাটি করেন। মামলায় পাটকলের প্রায় আড়াই একর জমি দরপত্র ছাড়াই বিক্রির মাধ্যমে সরকারের প্রায় ৪০ লাখ ৭০ হাজার টাকা আর্থিক ক্ষতির অভিযোগ আনা হয় লতিফ সিদ্দিকীসহ দুইজনের বিরুদ্ধে।

Bootstrap Image Preview