Bootstrap Image Preview
ঢাকা, ২৩ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দৌলতখানে পুকুরে ডুবে বৃদ্ধের মৃত্যু

দৌলতখান প্রতিনিধি
প্রকাশিত: ০২ নভেম্বর ২০১৯, ১০:০২ PM
আপডেট: ০২ নভেম্বর ২০১৯, ১০:০২ PM

bdmorning Image Preview


ভোলার দৌলতখানে পুকুরে ডুবে আবুল কাশেম নামে ৮০ বছরের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার (১ নভেম্বর) বিকাল ৪ টায় দৌলতখান ফায়ার সার্ভিসের ডুবুরী দল তার লাশ উদ্ধার করেছে। ঘটনাটি ঘটেছে দৌলতখান উপজেলার চরখলিফা ইউনিয়নের আমিন মিয়ার বাড়ীতে।

মৃত আবুল কাশেম দৌলতখান উপজেলার  চরখলিফা ইউনিয়নের ৩ নং কলাখোফা গ্রামের লিটনের বাবা। পরিবার সূত্রে জানা যায়, আবুল কাশেম মিয়া কয়েকদিন ধরেই মানুষিক রোগে আক্রান্ত।

গত বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাত ১২ টা থেকে তিনি নিখোজঁ হয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর বেলা ১২ টার দিকে তাদের পুকুরের মধ্যে আবুল কাশেমের ঘরের মশারী পাওয়া যায়। এতে সন্দেহ হলে স্থানীয় লোকজন উক্ত পুকুরে খোঁজাখুঁজি করে তার অবস্থান জানতে পারে। পরে দৌলতখান ফায়ার সার্ভিসের সহযোগিতায় বরিশাল থেকে ডুবুরি দল এনে গত শুক্রবার  বিকেল ৪ টায় পুকুরের পানির নিচ থেকে আবুল কাশেমের (৮০) মৃতদেহ উদ্ধার করা হয়।

দৌলতখান ফায়ারম্যান আমিনুল ইসলাম জানান, ‘ভোলায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল না থাকায় বরিশাল থেকে এনে প্রায় দুইঘন্টা খোঁজাখুঁজির পর তার মৃতদেহ উদ্ধার করা হয়।‘

দৌলতখান  থানার অফিসার ইনচার্জ (ওসি) বজলার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

Bootstrap Image Preview