Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

টাঙ্গাইলে ভুয়া যুগ্ম সচিবসহ আটক দুই

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩১ অক্টোবর ২০১৯, ০৪:৩৮ PM
আপডেট: ৩১ অক্টোবর ২০১৯, ০৪:৩৮ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয় থেকে ভুয়া যুগ্ম সচিবসহ দুই প্রতারককে আটক ও তাদের কাছ থেকে এক লাখ টাকা উদ্ধার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট সুখময় সরকার। 

বুধবার (৩০ অক্টোবর) জেলা প্রশাসক কার্যালয়ে অফিস থেকে তাদের আটক করা হয়।

যুগ্ম সচিব পরিচয়দানকারী দিনাজপুর জেলার খানসাবা উপজেলার পাঠানপাড়া গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে আশরাফ আলীকে এবং সহযোগী গাজিপুর জেলার কালিগঞ্জ উপজেলার উত্তর ঘইবাড়া গ্রামের হেলাল উদ্দিনের ছেলে মুমিন হোসেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সুখময় সরকার জানান, অফিস চলাকালীন সময়ে দুইজন প্রতারক আসেন। একজন নিজেকে যুগ্ম সচিব পরিচয় দেন। অন্যজন বাহিরে অপেক্ষা করেন। এ সময় তারা অফিসের বিভিন্ন কর্মকর্তা কর্মচারীদের সাথে অসৌজন্যমূলক আচরণ করে নিজেদের কার্যসিদ্ধি করার চেষ্টা করেন। এক পর্যায়ে জেলা প্রশাসকের কক্ষে প্রবেশ করে নিজেকে যুগ্ম সচিব পরিচয় দেন এবং একজনের জন্য চাকরির সুপারিশ করেন।

এ সময় তার আচরণ সন্দেহ হওয়ায় জেলা প্রশাসক খোজ খবর নিয়ে জানতে পারেন তিনি ভুয়া পরিচয় দিচ্ছেন। পরে জেলা প্রশাসক টাঙ্গাইল মডেল থানা পুলিশকে সংবাদ দিলে পুলিশ এসে ভুয়া যুগ্ম সচিব পরিচয়কারী এবং তার আরেকজন সহযোগীকে আটক করে। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে তারা ভুয়া পরিচয় দিয়েছে স্বীকার করে।

তারা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন জেলায় ভুয়া পরিচয় দিয়ে তদবির বাণিজ্যসহ বিভিন্ন জনের সাথে প্রতারণা করে আসছেন। পরে তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে যুগ্ম সচিব পরিচয়দানকারীকে এক বছর এবং সহযোগীকে এক মাসের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

Bootstrap Image Preview