Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বন্ধুকে বাঁচাতে কুমিরের সঙ্গে শিক্ষার্থীর লড়াই!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩১ অক্টোবর ২০১৯, ১০:২৮ AM
আপডেট: ৩১ অক্টোবর ২০১৯, ১০:২৮ AM

bdmorning Image Preview


বন্ধুকে বাঁচাতে জিম্বাবুয়ের ৯ বছরের এক শিশু কুমিরের সঙ্গে পুরোদস্তুর কুস্তি লড়েছে। শুধু তাই নয়, কুমিরের পিঠে চড়ে এর চোখও উপড়ে ফেলেছে ওই স্কুলছাত্রী।

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশাল কুমিরটি নয় বছর বয়সী লাটোয়ারের হাতে পায়ে জড়িয়ে ধরে টেনে নিয়ে যেতে থাকে। এ সময় বন্ধুর চিৎকার শুনে অন্য বন্ধু রেবেকা কুমিরের ওপরে ঝাঁপিয়ে পড়ে।

রেবেকা জানায়, যারা সাঁতার কাটছিল তাদের মধ্যে আমিই ছিলাম সবার চেয়ে বড়। তাই আমি লাটোয়ারকে বাঁচানোর তাগিদ অনুভব করি।

কুমিরটি লাটোয়ারের হাত ও পায়ে ধরে আটকে নেয়। তখন চিৎকার শুরু করে সে। বিষয়টি বুঝতে পারার পরই রেবেকা কুমিরের সঙ্গে কুস্তি করতে শুরু করে। যতক্ষণ না লাটোয়ারেকে ছেড়ে দেয় ততক্ষণ কুমিরটির চোখের ওপর কোপাতে থাকে রেবেকা।

রেবেকা বলে, লাটোয়ারকে কুমিরটা একবার ছেড়ে দিলে আমি ওর সঙ্গে সাঁতার কেটে পাড়ে উঠে আসি। এরপর কুমিরটা আর আমাদের আক্রমণ করেনি।

Bootstrap Image Preview