Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

ব্রাজিলে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ১৭ মাদক পাচারকারী নিহত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩১ অক্টোবর ২০১৯, ০৯:৩৭ AM
আপডেট: ৩১ অক্টোবর ২০১৯, ০৯:৩৭ AM

bdmorning Image Preview


দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলের উত্তরাঞ্চলীয় শহর মানাউসে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত ১৭ সন্দেহভাজন মাদক পাচারকারী নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও কমপক্ষে বেশ কয়েকজন বলে দাবি কর্তৃপক্ষের।

পুলিশ কর্মকর্তাদের বরাতে ইরানি গণমাধ্যম ‘প্রেস টিভি’ জানায়, মঙ্গলবার (২৯ অক্টোবর) রাতে চালানো এই মাদকবিরোধী অভিযানে ঘটনাস্থল থেকে মোট ১৭টি অস্ত্র উদ্ধার করা হয়। তাছাড়া আহতাবস্থায় আটকদের এরই মধ্যে পুলিশি হেফাজতে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।

বুধবার (৩০ অক্টোবর) স্টেট সিকিউরিটি সেক্রেটারিয়েট এক বিবৃতিতে জানায়, সন্দেহভাজন এসব মাদক পাচারকারীরা পার্শ্ববর্তী একটি শহরের মাদক ব্যবসার নিয়ন্ত্রণ গ্রহণের জন্য প্রতিদ্বন্দ্বী কারবারিদের হত্যার প্রস্তুতি নিচ্ছিল। মূলত তাদের গ্রেফতারের উদ্দেশেই এলাকাটিতে অভিযান চালানো হয়। পরবর্তীতে তাদের হাসপাতালে নেওয়া হলে; চিকিৎসক সেই ১৭ জনকে মৃত বলে ঘোষণা করেন।

বিশ্লেষকদের মতে, ব্রাজিলের উত্তরাঞ্চলের মাদক ব্যবসার নিয়ন্ত্রণ গ্রহণের জন্য স্থানীয় বিভিন্ন গ্রুপের সদস্যরা প্রায়ই এমন সংঘর্ষে জড়িয়ে পড়ে। মূলত বলিভিয়া, পেরু এবং কলোম্বিয়া থেকে আনা কোকেন এই অঞ্চল দিয়েই ব্রাজিলে প্রবেশ করে।

সাম্প্রতিক বছরগুলোতে অঞ্চলটির বেশিরভাগ জেলের মধ্যেও এমন প্রতিদ্বন্দ্বী গ্যাংগুলোর একটিকে অন্যটির সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়তে দেখা যায়। যাতে এখন পর্যন্ত অনেক কয়েদির প্রাণহানির খবর পাওয়া গেছে।

চলতি বছরের জুলাইয়ের শেষ দিকে অঞ্চলটির পারা রাজ্যের একটি বন্দিশিবিরে সৃষ্ট দাঙ্গায় অন্তত ৫৭ কয়েদির প্রাণহানি হয়। তাছাড়া ২০১৭ সালের জানুয়ারি মাসে মানাউসের অন্য একটি কারাগারে দুপক্ষের মধ্যে হওয়া সংঘর্ষে শতাধিক বন্দি নিহতের খবর পাওয়া যায়।

Bootstrap Image Preview