Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

২০২০ সালের নির্বাচনে নতুন প্রার্থী খুঁজছে সু চির দল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ অক্টোবর ২০১৯, ১১:০৬ AM
আপডেট: ৩০ অক্টোবর ২০১৯, ১১:০৬ AM

bdmorning Image Preview


অং সান সু চির দল মিয়ানমারের ক্ষমতাসীন ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) ২০২০ সালের সাধারণ নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের জীবন বৃত্তান্ত নিরীক্ষা করতে শুরু করেছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) দলটির এক মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।

এনএলডির নেতা ইউ মায়ো নিন্ট জানিয়েছেন, প্রার্থীরা কীভাবে তাদের নির্বাচনী এলাকায় মানুষের সঙ্গে কাজ করবেন এবং পাশাপাশি তাদের সম্প্রদায়ের ক্ষেত্রে, তাদের অবস্থান কী হবে তা দেখা হচ্ছে।

তিনি বলেন, ‘কিছু বর্তমান সংসদ সদস্য আবারো নির্বাচনের জন্য দলের টিকিট পাবেন। আমরা তাদের পর্যালোচনা করছি। যদি তাদের ভালো জনসম্পর্ক না হয়, তবে আমরা তাদের দলের প্রার্থী হবার অনুমতি দেব না।’

এনএলডির ৮০০ সংসদ সদস্যের অভ্যন্তরীণ পর্যালোচনা জনসংযোগ, সরকারি সংস্থাগুলোর সঙ্গে সম্পর্ক এবং কেন্দ্রীয় নির্বাহী সদস্যদের সঙ্গে সম্পর্কের উপর আলোকপাত করবে।

২০২০ সালের বিজয় নিশ্চিত করতে এনএলডি চলতি বছর শেষ হওয়ার আগে জনপদ, বিভিন্ন অঞ্চল এবং জেলায় প্রার্থী বাছাইয়ের জন্য একটি খসড়া কৌশল প্রণয়ন করবে। দীর্ঘদিন ধরে যারা দলের সমর্থক কিন্তু সরাসরি যারা সদস্য নয়, তাদের এই বাছাই কমিটির জন্য বেছে নেয়া যেতে পারে।

এনএলডির তথ্য কর্মকর্তা মনয়ওয়া অং শিন বলেন, ২০২০ সালের সকল প্রার্থী এনএলডির সদস্য হবেন। তবে অর্ধশতাধিক সংসদ সদস্যকে প্রার্থী হতে বাদ দেয়া হতে পারে। নতুন মুখ আসবে।

২০১৮ সালের নভেম্বরের উপনির্বাচনে এনএলডি ৭টি আসন জিতেছে এবং ইউনিয়ন সংহতি ও উন্নয়ন পার্টি ১৩টির মধ্যে ৩টি আসন জিতেছে। কিছু সমালোচক বলেছেন দলের প্রতি ভোটারদের আগ্রহ কমতে শুরু করেছে।

মনয়ওয়া অং শিন জানান, বর্তমান প্রার্থীদের অনেকেরই সংসদ সদস্য হওয়ার যোগ্যতার অভাব রয়েছে। পার্টি সঠিক পদে সঠিক ব্যক্তি নির্বাচন করবে।

Bootstrap Image Preview