Bootstrap Image Preview
ঢাকা, ১৭ বুধবার, এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

‘আমি কারও জীবনের নিশ্চয়তা দিতে পারব না’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ অক্টোবর ২০১৯, ১০:০৩ AM
আপডেট: ৩০ অক্টোবর ২০১৯, ১০:০৩ AM

bdmorning Image Preview


পাকিস্তানের তিনবারের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের শারীরিক অবস্থা ক্রমশ অবনতির দিকে যাচ্ছে। যে কারণে আদালতে তার করা জামিন আবেদন ইসলামাবাদ হাইকোর্ট বেঞ্চ থেকে মঞ্জুর হওয়ায় এবার মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন দেশটির বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বলেছেন, ‘আমি কারও জীবনের নিশ্চয়তা দিতে পারব না।’

কর্তৃপক্ষের বরাতে গণমাধ্যম ‘দ্য ডন’ জানায়, সোমবার (২৮ অক্টোবর) রাজধানী ইসলামাবাদের বাবু গুরু নানক বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর উন্মোচনের পর দেওয়া বক্তৃতায় পাক প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

সাবেক পাক প্রধানমন্ত্রীর জীবনের নিশ্চয়তা ইস্যুতে ইমরান খান তার বক্তৃতায় বলেছেন, ‘আদালত কেন্দ্রীয় এবং প্রাদেশিক সরকারকে নওয়াজের জীবনের নিশ্চয়তা দিতে পারবে কি; বিষয়টি না জানতে চেয়েছেন। যদিও কাল পর্যন্ত আমি আমার নিজের জীবনেরই নিশ্চয়তা দিতে পারব না। সেক্ষেত্রে আমি কেমন করে অন্যের জীবনের নিশ্চয়তা দেব?’

তিনি আরও বলেন, ‘বর্তমানে নওয়াজ শরীফের স্বাস্থ্যের দায়িত্ব নিতে আদালত সরকারের প্রতিনিধিদের একটি নির্দেশনা দিয়েছেন। তবে জীবন–মৃত্যু তো সম্পূর্ণই সৃষ্টিকর্তার হাতে। আমরা কেবল চেষ্টা করে যেতে পারি।’

এর আগে কারাবন্দি সাবেক পাক প্রধানমন্ত্রীর শারীরিক অসুস্থতার কথা বিবেচনা করে গত শনিবার (২৬ অক্টোবর) ইসলামাবাদ হাইকোর্ট আল আজিজিয়া স্টিল মিল দুর্নীতি মামলায় নওয়াজ শরীফকে মঙ্গলবার (২৯ অক্টোবর) পর্যন্ত চিকিৎসার জন্য জামিন দিয়েছেন। যেখানে হাইকোর্টের একটি বেঞ্চ জামিন শুনানিতেই সরকারকে এই সময় পর্যন্ত নওয়াজের স্বাস্থ্যের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ দিয়েছেন।

বর্তমানে পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) কারাবন্দি নেতা নওয়াজ শরীফের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে তিনি লাহোরের একটি হাসপাতালে চিকিৎসা সেবা নিচ্ছেন। কর্মরত চিকিৎসকদের দাবি, সাবেক এই পাক প্রধানমন্ত্রীর শরীরে রক্তের প্লাটিলেট ক্রমশ কমে যাচ্ছে। দ্রুত তার উন্নত চিকিৎসা প্রয়োজন।

এ দিকে ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি আতহার মিনাল্লাহ এরই মধ্যে সম্পূর্ণ বিষয়টি পর্যবেক্ষণ করেছেন। তিনি বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের চিকিৎসা প্রদানের ক্ষেত্রে সরকার যদি তাদের দায়িত্বটি যথাযথভাবে পালন করত; তাহলে বিষয়টি আজ আদালত পর্যন্ত গড়াত না।’

অপর দিকে সরকার নওয়াজ শরীফকে ভালোভাবে চিকিৎসা দিচ্ছে না; তাই তার শারীরিক অবস্থার ক্রমশ অবনতি হচ্ছে। এমন দাবি করে গত সপ্তাহে কারাবন্দি সাবেক এই পাক প্রধানমন্ত্রীর জামিনের জন্য আদালতে আবেদন করেন তারই ছোটভাই ও পিএমএলএনের বর্তমান সভাপতি শেহবাজ শরীফ। এমনকি নওয়াজের আইনজীবীও নওয়াজকে বিষ প্রয়োগ করা হয়েছে বলে এরই মধ্যে অভিযোগ করেছেন।

Bootstrap Image Preview