Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

পরকীয়ার অভিযোগে মার্কিন কংগ্রেস সদস্যের পদত্যাগ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০১৯, ০৯:৫৯ AM
আপডেট: ২৯ অক্টোবর ২০১৯, ০৯:৫৯ AM

bdmorning Image Preview


আচমকা পদত্যাগ করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্য কেটি হিল। ৩২ বছর বয়সী এই মার্কিন আইনপ্রণেতার বিরুদ্ধে সম্প্রতি নগ্ন ছবি প্রকাশ ও পরকীয়ার অভিযোগ ওঠায় তিনি এমন ঘোষণাটি দিলেন। 

কর্তৃপক্ষের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা ‘রয়টার্স’ জানায়, মার্কিন ডেমোক্রেট দলের সদস্য কেটি হিল ২০১৮ সালের নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে ক্যালিফোর্নিয়া থেকে বিজয়ী হন। পরবর্তীতে সফলতার সঙ্গে নিজের কাজ পরিচালনা করলেও; গত রবিবার (২৭ অক্টোবর) যৌন কেলেঙ্কারির অভিযোগে কংগ্রেসের সদস্য পদ থেকে তিনি এভাবে সরে দাঁড়ানোর সিদ্ধান্তটি নেন। 

যদিও কেটি এরই মধ্যে এক টুইট বার্তায় বলেছেন, ‘আমার বিরুদ্ধে আনিত এই যৌন কেলেঙ্কারির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। তবে যেহেতু আমার বিরুদ্ধে বিষয়টি নিয়ে তদন্ত কাজ শুরু হয়েছে, তাই আমি ভাঙা হৃদয় নিয়ে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।’

টুইটার পোস্টে নিজের পদত্যাগের কারণ সম্পর্কে তিনি লিখেছেন, ‘আমি বিশ্বাস করি- আমার নির্বাচনি দায়িত্ব, আমার জনগণ এবং দেশের জন্য এটাই উত্তম। চলার পথে ভুল-ভ্রান্তির জন্য পদত্যাগপত্রে আমি সকলের কাছে ক্ষমা চেয়েছি।’

বিভিন্ন সূত্রের বরাতে মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রতিনিধি পরিষদের সদস্য হওয়ার জন্য তখনকার নির্বাচনি লড়াই চলাকালে; এক কর্মকর্তার সঙ্গে অশোভন সম্পর্কের জড়িয়েছিলেন তিনি। যদিও এরই মধ্যে কেটি সেই সম্পর্কের কথা স্বীকার করেছেন। তবে কংগ্রেসে নিজ অফিসের কর্মকর্তার সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ শুরু থেকেই অস্বীকার করে আসতে দেখা গেছে তাকে।

গত বুধবার (২৩ অক্টোবর) কংগ্রেসের এথিপ কমিটি এক বিবৃতিতে বলেছিল, ‘হিলের বিরুদ্ধে এখন পর্যন্ত যে অভিযোগ উঠছে, বর্তমানে বিষয়টি সম্পর্কে সকলেই অবগত। যে কারণে আমরা অভিযোগটি নিয়ে এরই মধ্যে তদন্ত কাজ শুরু করেছি।’

Bootstrap Image Preview