Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

অভিযান শেষে যা পাওয়া গেল আজিজ মোহাম্মদ ভাইয়ের বাসায়

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ অক্টোবর ২০১৯, ০৯:১৪ PM
আপডেট: ২৭ অক্টোবর ২০১৯, ০৯:১৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


বাংলাদেশের বিতর্কিত ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাইয়ের বাসায় অভিযান চালিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় বিপুল পরিমাণ বিদেশি মদ, গাজা ও ক্যাসিনো সরঞ্জাম জব্দ করা হয়েছে।

অভিযানে তার বাসার দুজন তত্ত্বাবাধায়ককে আটক করা হয়। আটক হওয়া দুই তত্ত্বাবধায়ক হলেন, মো. পারভেজ ও নবীন মণ্ডল।

আজ রোববার বিকেল সাড়ে ৪টার দিকে গুলশান-২ এর ৫৭ নম্বর সড়কের ১১/এ বাড়িতে এ অভিযান শুরু হয়।

অভিযানের নেতৃত্ব ছিলেন মাদক দব্য অধিদপ্তরের অতি‌রিক্ত প‌রিচালক ফজলুর রহমান। তিনি বলেন, ‘তার বাসায় অভিযান চালিয়ে দুজনকে আটক ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও ক্যাসিনো সরঞ্জাম পাওয়া গেছে। একই সঙ্গে তার বাসার ছাদে মিলেছে মি‌নি বা‌র।’

তিনি আরও বলেন, ‘বাসাটি আজিজ মোহাম্মদের নামে। তবে বাসাটির দেখাশোনা করতেন তার ভাই-বোন। অভিযানে এখানে বিপুল পরিমাণে বিদেশি মদ, সিসা সামগ্রী জব্দ করা হয়েছে। গণনা শেষে সব কিছুর বিস্তারিত জানানো যাবে।’

Bootstrap Image Preview