Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চবিতে র‍্যাগিংয়ের অভিযোগে তিন ছাত্রলীগকর্মী আটক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ অক্টোবর ২০১৯, ১২:২০ PM
আপডেট: ২৭ অক্টোবর ২০১৯, ১২:২০ PM

bdmorning Image Preview


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) র‍্যাগ দেয়ার অভিযোগে তিন ছাত্রলীগকর্মীকে আটক করা হয়েছে। পরীক্ষার একদিন আগেই র‍্যাগিংয়ের সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা তাদের আটক করেন।

শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে পরিবহন দফতরসংলগ্ন দোকান থেকে তাদের আটক করা হয়। আটক তিন ছাত্রলীগকর্মীকে হাটহাজারী মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

আটকরা হলেন ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ইতিহাস বিভাগের জিহাদ হাসান, একই বর্ষের লোকপ্রশাসন বিভাগের আরশিল আজিম নিলয় ও ২০১৭-১৮ শিক্ষাবর্ষের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের আরাফাত রহমান। তারা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে।

এ বিষয়ে সহকারী প্রক্টর রেজাউল করিম বলেন, ভর্তিচ্ছু শিক্ষার্থীদের র‍্যাগ দেয়ার সময় প্রক্টরিয়াল বডির সদস্যরা হাতেনাতে তিন ছাত্রলীগকর্মীকে আটক করেন। দের হাটহাজারী থানায় সোপর্দ করা হয়।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর প্রণব মিত্র চৌধুরী জানান, র‍্যাগিংসহ যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কর্তৃপক্ষ সচেতন রয়েছেন। এ ধরনের ঘটনায় কাউকে ছাড় দেয়া হবে না।

Bootstrap Image Preview