Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বৃষ্টি থেকে রক্ষায় নামাজ ঘরে জায়গা হলো দেবীর

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ অক্টোবর ২০১৯, ০৯:৩৫ PM
আপডেট: ২৬ অক্টোবর ২০১৯, ০৯:৩৫ PM

bdmorning Image Preview


মৃৎশিল্পী অসীম পাল বৃষ্টি থেকে প্রতিমা বাঁচাতে আশ্রয় খুঁজছিলেন। আফরোজা বিবি তার দুর্দশা দেখে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন। স্বামী ফরজ শেখকে জানিয়ে নিজেদের নামাজ পড়ার ঘরেই প্রতিমা রাখার জায়গা করে দিলেন। সে ঘরে বসে দেবীর চোখও আঁকেন অসীম।

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান জেলার কাটোয়া এক ব্লকের খাজুরডিহি গ্রামে এ ঘটনা ঘটে।

ভারতের সংবাদ মাধ্যম জানায়, প্রতিমা তৈরি করে সংসার চালান অসীম পাল। সম্প্রতি আটটি প্রতিমা তৈরির কাজ পান। নিজের থাকার ঘরে একটি প্রতিমা রাখতে পেরেছিলেন।

বাইরে ত্রিপল টানিয়ে তৈরি করছি‌লেন বাকি সাতটি প্রতিমা। বুধবার থেকে লাগাতার বৃষ্টি শুরু হতেই ত্রিপল ভেদ করে বৃষ্টির পানি ঢুকতে শুরু করে। ধুয়ে যেতে থাকে প্রতিমার রঙ। গলতে শুরু করে মাটিও।

এরপর তার সহযোগিতায় এগিয়ে আসেন আফরোজা ও ফরজ শেখ। তারা এক এক করে প্রতিমা তুলে নিয়ে যান নিজেদের ঘরে।

ফরজ শেখ বলেন, ‘আমার প্রতিবেশি প্রতিমা তৈরি করেই সংসার চালান। এমন বৃষ্টিতে ও মুশকিলে পড়ে গিয়েছিল। তাই ঘর ছেড়ে দিয়েছি। কেউ বিপদে পড়লে কী তার জাতি-বর্ণ বিচার করলে চলে? সবার ওপর মানুষ সত্য।’

অসীম বলেন, ‘আমার বাড়িতে আর জায়গা ছিল না। বাড়ির উঠানে প্লাস্টিকের ছাউনি দিয়ে প্রতিমা তৈরি করছিলাম। কিন্তু যেভাবে বৃষ্টি নামে তাতে প্রতিমা তৈরির কাজ সম্পূর্ণ করা যেত ন। ফরজ সাহেব এগিয়ে এলেন বলেই কাজ শেষ করা সম্ভব হলো।

Bootstrap Image Preview