Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আগামীকাল থেকে চবির ভর্তি যুদ্ধ শুরু

চবি প্রতিনিধি
প্রকাশিত: ২৬ অক্টোবর ২০১৯, ০৭:৪৪ PM
আপডেট: ২৬ অক্টোবর ২০১৯, ০৭:৪৪ PM

bdmorning Image Preview


আগামীকাল রবিবার (২৭শে অক্টোবর) থেকে শুরু হচ্ছ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। ২৭ অক্টোবর " বি" ইউনিট ২৮ অক্টোনর "ডি" ইউনিট ২৯ অক্টোবর "এ" ইউনিট, ৩০ অক্টোবর "সি" ইউনিট এবং ৩১ অক্টোবর উপ- ইউনিট "বি১" ও "ডি১" ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এবছর প্রতি আসনের বিপরীতে ৩৪ জন শিক্ষার্থী আবেদন করেছেন। মোট ৪ হাজার ৯২৬টি আসনে ভর্তির বিপরীতে আবেদন জমা পড়েছে ১ লাখ ৬৬ হাজার ৮শ ৭০টি।

বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক প্রফেসর ড. মো. হানিফ সিদ্দিকী এই তথ্য নিশ্চিত করেছ।

এবছর চারটি ইউনিট ও দুইটি উপ ইউনিটে মোট ৪ হাজার ৯২৬ সিটের বিপরীতে ১ লাখ ৬৬ হাজার ৮ শত ৭০ জন আবেদন করেছেন। সে হিসেবে 'এ' ইউনিটে ১ হাজার ২১৪টি আসনের বিপরীতে আবদেন করেছেন ৫২ হাজার ৮৭০ জন শিক্ষার্থী। এই ইউনিটে প্রতি আসনের বিপরীতে ভর্তিচ্ছু শিক্ষার্থীর সংখ্যা ৪৪ জন। 'বি' ইউনিটে ১ হাজার ২২১টি আসনের বিপরীতে আবদেন পড়েছে ৪২ হাজার ০৪ জনের। এই ইউনিটে প্রতি আসনের বিপরীতে ভর্তির জন্য লড়বে ৩৫ জন। 'সি' ইউনিটে ৪৪২টি আসনের বিপরীতে ১৪ হাজার ০১ জন আবেদন করেছেন। এই ইউনিটে প্রতি আসনে লড়বে ৩২ জন। 'ডি' ইউনিটে ১ হাজার ১৫৭টি আসনের বিপরীতে ৫২ হাজার ৯৭০ জন আবেদন করেছেন। সম্মিলিত এই ইউনিটে প্রতি আসনের বিপরীতে ৪৬ জন লড়বে।

উপ ইউনিটের মধ্যে 'বি১' ইউনিটে ১২৫টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ১ হাজার ৯৪২ জন। এই উপ ইউনিটে প্রতি আসনের বিপরীতে ভর্তির জন্য লড়বে ১৬ জন। আর 'ডি১' উপ ইউনিটে ৩০টি আসনের বিপরীতে ৩ হাজার ২২৬ জন প্রার্থী আবেদন করেছেন। এই উপ ইউনিটে আসন প্রতি লড়বে ১০৮ জন।

উল্লেখ্য, ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (htttp//:www.cu.admission.bd) থেকে জানা যাবে।

Bootstrap Image Preview