Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

৫৫ বছরের মাদ্রাসাও পেল না এমপিও

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ অক্টোবর ২০১৯, ০১:৩৬ PM
আপডেট: ২৬ অক্টোবর ২০১৯, ০১:৩৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


নতুন করে ২৭৩০টি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

বুধবার গণভবনে নতুন করে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা ঘোষণা করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

তবে ঘোষিত এমপিওভুক্তির তালিকায় জায়গা পায়নি ৫৫ বছরের পুরনো রাজশাহীর ঐতিহ্যবাহী আড়ানী দাখিল মাদ্রাসা। এতে ওই মাদ্রাসার শিক্ষক-কর্মচারীরা হতাশ হয়ে পড়েছেন।

জানা যায়, স্থানীয় সমাজ সেবক প্রয়াত ভোলাই হাজী ১৯৬৪ সালে মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন। জীবদ্দশায় তিনি নিজের অর্থ দিয়েই শিক্ষকদের বেতন দিতেন। বর্তমানে মাদ্রাসাটিতে আড়াই শতাধিক ছাত্র-ছাত্রী রয়েছে। কর্মরত আছেন ১৫ জন শিক্ষক-কর্মচারী। ২০০০ সালের জানুয়ারিতে মাদ্রাসাটি পাঠদানের অনুমতি পায়।

মাদ্রাসার সহকারী শিক্ষক মকবুল হোসেন ২৩ বছর ও হারুন-অর-রশিদ ৩০ বছর ধরে বেতন-ভাতাদি ছাড়াই চাকরি করে আসছেন।

এ বিষয়ে মাওলানা হারুন-অর-রশিদ বলেন, ‘মাদ্রাসা এমপিও হবে, বেতন-ভাতাদি পাব—এই আশায় চাকরি করে যাচ্ছি। আর মাত্র ছয় মাস চাকরির বয়স আছে। এবারও এমপিওভুক্ত না হওয়ায় বেতন ছাড়াই অবসরে যেতে হবে।’

সিনিয়র শিক্ষক তোফাজ্জল হোসেন বলেন, ‘আশা ছিল এবার এমপিও হবে। কিন্তু সেটাও হলো না।’

অফিস পিয়ন মামুন আলী বলেন, ‘মাদ্রাসা থেকে কোনো টাকা পাই না। মাদ্রাসা শেষে ইটভাটায় কাজ করে কোনোমতে চলি।’

সহকারী সুপারিনটেনডেন্ট মাওলানা রাকিবুল হাসান বলেন, ‘বোর্ডের সব শর্ত পূরণ করেও মাদ্রাসাটি এবারও এমপিওভুক্ত হলো না।’

Bootstrap Image Preview