Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

আবরার হত্যার আসামি অমিতের জামিন নামঞ্জুর

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ অক্টোবর ২০১৯, ০৫:১৭ PM
আপডেট: ২৪ অক্টোবর ২০১৯, ০৫:১৭ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় গ্রেপ্তার বুয়েট শিক্ষার্থী অমিত সাহার জামিন নামঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার দুপুরে শুনানি শেষে অমিত সাহার জামিন নামঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসী।

অমিত সাহার পক্ষে অ্যাডভোকেট মঞ্জুরুল আলম মঞ্জুসহ কয়েকজন আইনজীবী জামিনের আবেদন করেন।

পূজার ছুটিতে অমিত সাহা গ্রামের বাড়িতে ছিলেন দাবি করে শুনানিতে আইনজীবীরা বলেন, অমিত সাহা সম্পূর্ণ নির্দোষ। এজাহারে তার নাম নেই। ঘটনাস্থলে তিনি উপস্থিত ছিল না। পূজার ছুটিতে তিনি বাড়িতে ছিলেন।

শুধুমাত্র নামের কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ভিডিও ফুটেজে অমিতের দেখা মেলেনি। ঘটনাস্থলে অমিত সাহা উপস্থিত ছিলেন না বলে স্বরাষ্ট্রমন্ত্রীও মন্তব্য করেছিলেন। সন্দেহজনকভাবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রসঙ্গত, গত ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরে বাংলা হলে ইলেক্ট্রিক অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। পরদিন চকবাজার থানায় আবরারের বাবা বরকত উল্লাহ বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। এ মামলার ২০ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ মামলার এজহারে অমিত সাহার নাম ছিল না। তাই প্রথমে তাকে গ্রেপ্তার না করা হলেও পরে প্রমাণ সাপেক্ষে তাকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। এ মামলার অন্যতম আসামি হলেন অমিত সাহা।

 

Bootstrap Image Preview