Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কাঁদতে কাঁদতে বের হলেন সিরাজ উদদৌলা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ অক্টোবর ২০১৯, ০২:৩৩ PM
আপডেট: ২৪ অক্টোবর ২০১৯, ০২:৩৩ PM

bdmorning Image Preview


ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার প্রধান আসামি অধ্যক্ষ সিরাজ উদদৌলা হাস্যোজ্জ্বলভাবে আদালত প্রাঙ্গণে প্রবেশ করলেও ফাঁসির রায় শুনে বের হওয়ার সময় তাকে কাঁদতে দেখা গেছে।  

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বৃহস্পতিবার সকালে অধ্যক্ষ সিরাজসহ এই মামলার ১৬ আসামিকে প্রিজনভ্যানে করে আদালত প্রাঙ্গণে আনা হয়। প্রিজনভ্যান থেকে নামার সময় অধ্যক্ষ সিরাজ হাসিমুখেই ছিলেন। হাসতে হাসতে তিনি আদালতের এজলাসে যান। রায় ঘোষণার আগ পর্যন্ত তার মুখে হাসি ছিল।

তবে আদালতে নিজের প্রাণদণ্ডের আদেশ শুনে কাঁদতে শুরু করেন সোনাগাজী ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদদৌলা।

সকাল ১০টা ৫৫ মিনিটে অধ্যক্ষ সিরাজসহ আসামিদের এজলাসে আনা হয়। তিন মিনিটের মধ্যে তাদের কাঠগড়ায় তোলা হয়। এরপর বেলা ১১টা ৮ মিনিটে ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মামুনুর রশিদ রায় পড়তে শুরু করেন। বিচারক অধ্যক্ষ সিরাজসহ ১৬ জনকে মৃত্যুদণ্ডাদেশ দেন। ১২ মিনিটের মধ্যেই বিচারক রায় পড়া শেষ হয়। আর এরপরই অধ্যক্ষ সিরাজের মুখে হাসির মিলিয়ে যায় এবং কাঁদতে শুরু করেন।

Bootstrap Image Preview