Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পঞ্চগড়ে ৬২০ পিস অবৈধ নেশার ইনজেকশনসহ যুবক আটক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ অক্টোবর ২০১৯, ০৯:৫০ AM
আপডেট: ২৪ অক্টোবর ২০১৯, ০৯:৫০ AM

bdmorning Image Preview


পঞ্চগড় সদর পৌরসভায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৬২০ পিস অবৈধ নেশার ইনজেকশনসহ রুবেল (২৪) নামে এক মাদক কারবারি আটক করা হয়েছে।

বুধবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় পঞ্চগড় পৌরসভার আট নম্বর ওয়ার্ডের পৌর খালপাড়া এলাকা হতে আটক করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আটক মাদক কারবারি বিপ্লব সদর পৌরসভার আট নম্বর ওয়ার্ডের পৌর খালপাড়া এলাকার নাজিমার ছেলে।

জানা যায়, পঞ্চগড় পৌরসভার খালপাড়ায় গোপন সংবাদের ভিত্তিতে নাজিমা নামে এক মাদক ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালানো হয় । এ সময় ঐ নারী মাদক ব্যাবসায়ী আমাদের উপস্থিতি বুঝতে পেয়ে বাসা হতে পালিয়ে যায়।

পরে তাঁর ছেলে বিপ্লবকে জিজ্ঞাসাবাদ করার পরে তার মায়ের মাদক ব্যবসার কথা স্বীকার করে। তার কথা অনুযায়ী তাঁর মায়ের শয়ন কক্ষে খাটের নিচ থেকে ৬২০ পিস অ্যাম্পুল নেশাজাতীয় ইঞ্জেকশনসহ বিপ্লবকে আটক করা হয়।

এ বিষয় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পঞ্চগড়ের পরিদর্শক আব্দুল মান্নান দৈনিক অধিকারকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নাজিমা নামে এক মাদক কারবারির বাড়িতে অভিযান চালানো সময় সে পালিয়ে গেলে অবৈধ নেশার ইনজেকশনসহ বিপ্লবকে আটক করা হয়েছে। মাদক আইনে মামলা রুজু করেছে বলে জানান তিনি।

Bootstrap Image Preview