Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চার জেলার যেসব স্কুল এমপিওভুক্ত হলো (তালিকাসহ)

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ অক্টোবর ২০১৯, ০৯:১৯ PM
আপডেট: ২৩ অক্টোবর ২০১৯, ০৯:১৯ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


সারাদেশের ২ হাজার ৭৩০টি শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (২৩ অক্টোবর) গণভবন থেকে প্রধানমন্ত্রী এ ঘোষণা দেন। এসময় উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী দিপু মনি ও শিক্ষা উপমন্ত্রী নওফেল।

এবার ২ হাজার ৭৩০টি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির ঘোষণা এলো। এর মধ্যে স্কুল ও কলেজের সংখ্যা ১ হাজার ৬৫১টি, মাদরাসা ৫৫৭টি এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান ৫২২টি।

নতুন এমপিওভুক্তির মধ্যে নিম্নমাধ্যমিক বিদ্যালয় ৪৩৯টি, ৬ষ্ঠ-১০ম শ্রেণির মাধ্যমিক বিদ্যালয় ১০৮টি, ৯ম-১০ম শ্রেণির মাধ্যমিক বিদ্যালয় ৮৮৭টি, স্কুল অ্যান্ড কলেজ ৬৮ টি, উচ্চ মাধ্যমিক কলেজ ৯৩টি এবং ডিগ্রি কলেজ ৫৬টি।

আর নতুন এমপিওভুক্ত মাদরাসার মধ্যে দাখিল মাদরাসা সংখ্যা ৩৫৮টি, আলিম মাদরাসার সংখ্যা ১২৮টি, ফাযিল মাদরাসা ৪২টি ও কামিল মাদরাসা ২৯টি।

নতুন এমপিওভুক্ত কারিগরি প্রতিষ্ঠানের মধ্যে কৃষি ৬২টি, ভোকেশনাল স্বতন্ত্র ৪৮টি, ভোকেশনাল সংযুক্ত ১২৯টি, বিএম স্বতন্ত্র ১৭৫টি ও বিএম সংযুক্ত ১০৮টি প্রতিষ্ঠান এমপিওভুক্ত হচ্ছে।

এখন পর্যন্ত চারটি জেলার (পঞ্চগড়, ঠাকুরগাঁও, লালমনিরহাট ও নীলফামারি) এমপিওভুক্ত স্কুলের তালিকা বাংলাদেশ জার্নালের হাতে এসেছে। সেগুলো তুলে ধরা হলো। পুরো তালিকা কিছুক্ষণের মধ্যে বাংলাদেশ জার্নালে প্রকাশ করা হবে।

পঞ্চগড়: আমলাহার গার্লস হাই স্কুল, খারিজা সোনাহার জুনিয়র হাই স্কুল, রফিকা মতিন গার্লস হাই স্কুল, বারাশাহী জুনিয়র গার্লস হাই স্কুল, কামালুপুকুরি প্রধান হাট জুনিয়র হাই স্কুল

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও সুগার মিল হাইস্কুল, কালেক্টরেট পাবলি হাই স্কুল এন্ড কলেজ। আমানতুল্লা ইসলামি একাডিম, মেদনীসাগর হাইস্কুল, খোলড়া আদর্শ হাই স্কুল, মাসানগাঁও হাইস্কুল, শীতলপুর হাই স্কুল, লোলপুকুর ডি এম হাইস্কুল, শাহবাজপুর হাইস্কুল, মালিভিটা গার্লস হাই স্কুল, চাঁদপুর হাই স্কুল।

নীলফামারী: কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজ, কিসামত বদী হাইস্কুল, বালাগ্রাম হাইস্কুল, বীরুবান্ধা হাট বি এল হাই স্কুল। বাড়বাড়ি মাজাপাড়া স্কুল এন্ড কলেজ, সাইট রাজীব মডেল হাইস্কুল, পানিয়াল পুকুর মডেল স্কুল এন্ড কলেজ, পূর্বাধলী রাম হাইস্কুল, বাহা ঘিউঘাট হাইস্কুল

লালমনিরহাট: ইসলামি আদর্শ বিদ্যানিকেতন হাইস্কুল, মমিনপুর কুচিলবাড়ি হাইস্কুল, ভান্ডারঘা জনতা হাইস্কুল, কাউয়ারপার হাইস্কুল, মোহাম্মদপুর হাইস্কুল, শ্রীরামপুর হাইস্কুল, পাইকারতাড়ি হাইস্কুল, রামণিগণি হাইস্কুল, কাউরহাট হাই স্কুল, সুন্দ্রাবী হাইস্কুল,

বিস্তারিত তালিকা আসছে...

Bootstrap Image Preview