Bootstrap Image Preview
ঢাকা, ১৬ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কারিগরি চাকরি মেলার উদ্বোধন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ অক্টোবর ২০১৯, ০৫:০৮ AM
আপডেট: ২৩ অক্টোবর ২০১৯, ০৫:০৮ AM

bdmorning Image Preview


নিউজ ডেস্ক:  দশ হাজারেরও বেশি চাকরিপ্রার্থীর অংশগ্রহণে কমপক্ষে ২৫০ পদে ৫০টি প্রতিষ্ঠানে দেড় হাজার কর্মী নিয়োগ পাচ্ছে দুই দিনব্যাপী বিডিজবস কারিগরি চাকরি মেলায়। মঙ্গলবার সকালে রাজধানীর মিরপুর-১৪ এর পিএসসি কনভেনশন হলে কারিগরি চাকরি মেলার উদ্বোধন করেন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (সচিব) মো. ফারুক হোসেন।

জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ফারুক হোসেন বলেন, সরকার শিগগিরই জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের অধীনে টেকনিক্যাল স্কিলড কর্মীদের সনদ প্রদান করবে। সারাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের সনদ আমাদের মাধ্যমে দেওয়া হবে। এটা নিয়ে টেকনিক্যাল স্কিলড স্টাফরা বিশ্বের যে কোন দেশে কাজের সুযোগ পাবেন। এ লক্ষ্যে আমরা বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে সমঝোতা চুক্তি করবো।

বিডিজবসের প্রধান নির্বাহী ফাহিম মাশরুর বলেন, গত ১৯ বছর ধরে ৩০ হাজার কোম্পানির চাকরির তথ্য দিচ্ছে বিডিজবস। প্রতিদিন ২ লাখের মতো চাকরি প্রার্থী বিডিজবসে চাকরি খোঁজেন। টেকনিকাল স্কিলড স্টাফের যোগান দিতে আমাদের এই মেলার আয়োজন। ৫০ টির বেশি প্রতিষ্ঠান মেলায় স্টল নিয়েছে। এই ইভেন্টের মাধ্যমে দেড় হাজার কর্মীর চাকরি নিশ্চিত হবে আগামীকালের (বুধবার) মধ্যে।

বাংলাদেশ সোসাইটি ফর হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের প্রেসিডেন্ট মাশেকুর রহমান খান এবং বিডিজবসের পরিচালক, বিক্রয় ও বিপণন প্রকাশ রায় চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন। কারিগরি পেশাজীবীদের জন্য এ ধরনের চাকরি মেলা এটাই প্রথম। কারিগরি কর্মী (মেকানিক, টেকনিশিয়ান, ড্রাইভার, মেশিন অপারেটর, শেফ, নার্স ইত্যাদি) এবং প্রশিক্ষণার্থীদের কমপক্ষে ২৫০ পদে নিয়োগের উদ্দেশ্যে ৫০টি সুপ্রতিষ্ঠিত কোম্পানি এই মেলায় অংশগ্রহণ করছে। মঙ্গলবার সকাল থেকেই হাজার হাজার চাকরীপ্রার্থীর পদচারনায় মুখর হয়ে উঠে মেলা প্রাঙ্গণ।

উল্লেখ্য, প্রতিবছর ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট, রাজশাহীর মত শহরে চাকরি মেলার আয়োজন করে আসছে বিডিজবস। তবে কারিগরিখাতের কর্মীদের নিয়ে বিশেষ চাকরি মেলা এবারই প্রথম।

Bootstrap Image Preview