Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

‘বাংলাদেশের গার্মেন্টস শ্রমিকের নিরাপত্তা পর্যাপ্ত না’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ অক্টোবর ২০১৯, ১০:৫২ AM
আপডেট: ২২ অক্টোবর ২০১৯, ১০:৫২ AM

bdmorning Image Preview


বাংলাদেশের গার্মেন্টস শ্রমিকের নিরাপত্তা পর্যাপ্ত না বলে মন্তব্য করেছেন মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার। তাই বাংলাদেশের পোশাক শ্রমিকদের নিরাপত্তা নিয়ে কাজ করছে যুক্তরাষ্ট্র।

সোমবার (২১ অক্টোবর) রাতে সিলেট নগরের একটি অভিজাত হোটেলে ‘দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভায় বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার এ কথা বলেন।

দেশে এই সেক্টর অত্যন্ত শক্তিশালী হলেও নিরাপত্তা পর্যাপ্ত না জানিয়ে মার্কিন রাষ্ট্রদূত বলেন, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটি দিন দিন বাড়ছে। ফলে ‘ইকোনমিক টাই’ও শক্তিশালী হচ্ছে। গত বছর দুই দেশের মধ্যে ৪ দশমিক ২ বিলিয়ন ডলারের দ্বি-পাক্ষিক বাণিজ্য হয়েছে। এই বাণিজ্য সম্পর্ককে বৃদ্ধি করতে দুই দেশের বাণিজ্য সংক্রান্ত নীতি সমূহের সংস্কার প্রয়োজন।

তিনি বলেন, বাংলাদেশে যতগুলো আমেরিকান কোম্পানি রয়েছে সেগুলোতে প্রায় ৯৫ ভাগ বাংলাদেশি শ্রমিক কাজ করে। এতে বিশাল একটি জনগোষ্ঠীর কর্মসংস্থান হয়েছে।

সভায় আরও বক্তব্য দেন- সিলেট চেম্বারের সহসভাপতি তাহমিন আহমদ, পরিচালক নজরুল ইসলাম, ফখর উস সালেহীন নাহিয়ান, শাবিপ্রবির সহযোগী অধ্যাপক ড. ফজলে এলাহী মোহাম্মদ ফয়সল, বিশিষ্ট বিনিয়োগকারী ফখরুল ইসলাম চৌধুরী, ফাহিম আহমদ চৌধুরী, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল সিদ্দিকী, ডা. আজিজুর রহমান।

Bootstrap Image Preview