Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সিরিয়ার উত্তরাঞ্চল থেকে সব সেনা প্রত্যাহার করবে না যুক্তরাষ্ট্র

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ অক্টোবর ২০১৯, ১০:০৫ AM
আপডেট: ২২ অক্টোবর ২০১৯, ১০:০৫ AM

bdmorning Image Preview


সিরিয়ার উত্তরাঞ্চল থেকে সব সেনা প্রত্যাহার করবে না যুক্তরাষ্ট্র। দেশটি সেখান থেকে সব সেনা প্রত্যাহার করে নিয়েছে বলে খবর প্রকাশিত হওয়া সত্ত্বেও মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার বলেছেন, তেলের খনিগুলোর নিরাপত্তা রক্ষার স্বার্থে কিছু সেনা উত্তর সিরিয়ায় রেখে দেয়া হতে পারে।

তিনি সোমবার এক বক্তৃতায় দাবি করেন, সিরিয়ার উত্তরাঞ্চলে কুর্দি গেরিলাদের নিয়ন্ত্রণে থাকা তেল ক্ষেত্রগুলো যাতে আইএস (দায়েশ) বা অন্য কোনও সন্ত্রাসী গোষ্ঠীর দখলে চলে না যায় সে বিষয়টি তদারকির জন্য ওই অঞ্চলে ২০০ মার্কিন সেনা মোতায়েন রাখা হবে। 

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর সিরিয়া থেকে তার দেশের সব সেনা প্রত্যাহার করা হবে বলে ঘোষণা দেন। ট্রাম্পের ওই ঘোষণাকে সিরিয়ার উত্তরাঞ্চলে আগ্রাসন চালানোর সবুজ সংকেত হিসেবে গ্রহণ করে তুরস্ক।

এরপরই তুর্কি সরকার উত্তর সিরিয়ায় তৎপর কুর্দি গেরিলাদের দমনের উপযুক্ত সুযোগ পেয়ে তা কাজে লাগাতে দেরি করেনি। গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে ওই অঞ্চলে তুর্কি হামলা চলছে।

এদিকে সিরিয়ার উত্তরাঞ্চল থেকে যুক্তরাষ্ট্র আদৌ সব সেনা সরিয়ে নেবে কিনা তা নিয়ে যখন ব্যাপক জল্পনা চলছিল তখন সেখানে ২০০ সেনা মোতায়েন রাখার ইঙ্গিত দিলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী এসপার। অন্যদিকে সিরিয়ার তেল সম্পদের ওপর যুক্তরাষ্ট্রের লোলুপ দৃষ্টির বিষয়টি গোপন রাখতে পারেননি খোদ মার্কিন কর্মকর্তারা।

ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম সম্প্রতি বলেছেন, সিরিয়ার তেল ক্ষেত্রগুলোর ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার লক্ষ্যে কুর্দি গেরিলাদের সঙ্গে ওয়াশিংটনের একটি গোপন সমঝোতা হয়েছে।

Bootstrap Image Preview