Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

আমার আল্লাহ এবং রাসুলকে নিয়ে কেউ কোনো কটূক্তি করবেন নাঃ ক্রিকেটার মিরাজ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ অক্টোবর ২০১৯, ০৯:৩৫ PM
আপডেট: ২১ অক্টোবর ২০১৯, ০৯:৩৫ PM

bdmorning Image Preview


মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে কটূক্তি করে ফেসবুকে পোস্ট দেওয়ার প্রতিবাদে ভোলায় বোরহানউদ্দিন উপজেলায় মুসল্লিদের একটি সমাবেশে পুলিশ-জনতার সংঘর্ষে চারজন নিহত হয়। এ ঘটনায় আহত হয়েছেন দুই শতাধিক মানুষ।

এমন ঘটনার পর নিজের ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন তারকা ক্রিকেটার মেহেদি হাসান মিরাজ। তিনি যে স্ট্যাটাস দিয়েছেন তা হুবহু তুলে ধরা হলো-

মিরাজ তার পোস্টে লিখেছেন, শতকরা প্রায় ৯০% ইসলাম ধর্মাবলম্বী কট্টর মুসলিম প্রধান দেশ সুজলা সুফলা সবুজের ছায়ামূর্তি ধারক আমাদের বাংলাদেশ।

আমাদের রাজধানী ঢাকাকে বলা হয় মসজিদের নগরী।
আমরা শান্তিপ্রিয় সম্ভ্রান্ত চেতনাধারী।

বিবাদ, হানাহানি কিংবা খুন-খারাবি ইসলাম ধর্ম সমর্থন করে না বলেই বিশ্বব্যাপী ‘শান্তির ধর্ম’ খ্যাতি পেয়েছে ইসলাম।

সব ধর্মকেই সমান অধিকার দেওয়া হয় বাংলাদেশে, যা ইতিমধ্যেই সাড়া ফেলেছে সারাবিশ্বে।

অথচ আমাদের দেশেই খ্রিষ্টীয় লেখক মাইকেল এইচ হার্টের করা বিশ্বের শ্রেষ্ঠ ১০০ মণিষীর জীবনীতে প্রথম স্থানে থাকা রহমতের নবী ‘হযরত মোহাম্মদ (সা.) কে গালি দিবে অন্য কোনো ধর্মাবলম্বী কেউ, সেটা মুসলিম হয়ে আমর সইবো কিভাবে?

কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া ইসলাম ধর্ম শেখায় না, তাই বলে কি আমাদের ওপরই আঘাত পড়বে?

আমরা এগুলো সইতে পারি না, কারণ আমরা আল্লাহ, তার রাসূল এবং ইসলাম ধর্মকে ভালোবাসি।

অপরাধী যেই হোক না কেন, আমরা তার বিচার চাই।
এমন শাস্তি হোক, যাতে অন্য কেউ এই ধরণের কাজ করার সাহসই না পায় ভবিষ্যতে।

# ইসলাম_শান্তির_ধর্ম। 
# আমি_গর্বিত_আমি_মুসলিম!  মানবিকতা আর ঐক্য কেমন করে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে, একটি পতাকায় বিশ্বাস করে আমাদের চলা উচিৎ। কোনো ধর্মের প্রতি কেউ বিদ্বেষ ছড়ানোটা কোনো মানুষের পক্ষের কাজ হতে পারে না, ঠিক তেমনি ইসলাম বা রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যারা কটূক্তি এসব করছেন বা করেন দয়া করে তা বন্ধ করে সবাই ঐক্যবদ্ধভাবে এক জাতি হয়ে বসবাস নিশ্চিত করুন। আমার আল্লাহ এবং রাসুলকে নিয়ে কেউ কোনো কটূক্তি করবেন না। ”

Bootstrap Image Preview