Bootstrap Image Preview
ঢাকা, ২৩ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ছাত্রীকে জড়িয়ে ধরা সেই শিক্ষক গ্রেপ্তার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ অক্টোবর ২০১৯, ০৯:১১ PM
আপডেট: ২১ অক্টোবর ২০১৯, ০৯:১১ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুলের ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে দুরুল হুদা নামে স্কুলটির এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।  

গতকাল রোববার সন্ধ্যায় ওই শিক্ষককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

এর আগে দুপুরে ওই ছাত্রীর মা নগরীর মতিহার থানায় বাদী হয়ে মামলা করেন। মামলায় স্কুলের শিক্ষক দুরুল হুদাকে একমাত্র আসামি করা হয়েছে। পরে বিকেলে নগরীর কাজলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলার এজাহারে বলা হয়, গত ১৬ অক্টোবর রাত সাড়ে ৮টার দিকে ছাত্রীর বাসায় পড়াতে আসেন দুরুল হুদা। পড়া শেষে ছাত্রীকে বাড়ি দেখার নাম করে স্টোর রুমে নিয়ে যান তিনি। একপর্যায়ে তিনি ছাত্রীকে জড়িয়ে ধরেন এবং অশালীন আচরণ করেন।

বিষয়টি বুঝতে পেরে ওই ছাত্রী দুরুল হুদাকে ধাক্কা দিয়ে চলে আসতে চাইলে আবারও তাকে জড়িয়ে ধরেন তিনি। ছাত্রীর চিৎকার শুনে বাড়ির লোকজন ঘটনাস্থলে আসেন। ওই সময় দুরুল হুদা পালিয়ে যান।

মতিহার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, দুরুল হুদাকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Bootstrap Image Preview