Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

‘টিক টক’ ভিডিও বানিয়ে ভোটের প্রচার!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ অক্টোবর ২০১৯, ০৬:৪০ PM
আপডেট: ২১ অক্টোবর ২০১৯, ০৬:৪০ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ভোটের প্রচারে ‘টিক টক’ (TikTok Videos)! এখনও ভারতের কোনও রাজনৈতিক নেতা এমন আইডিয়া প্রয়োগ করার কথা না ভাবলেও কানাডার নিউ ডেমোক্র্যাটিক পার্টির নেতা জগমিত সিংহ (Jagmeet Singh) ভেবে ফেলেছেন। 

সোমবার কানাডার (Canada) সাধারণ নির্বাচন। প্রথম পাগড়ি পরিহিত শিখ হিসেবে অন্টারিওর বিধায়কের পদে দাঁড়ানো জগমিত সিংহ তরুণ ভোটারদের কাছে পৌঁছনোর জন্য আশ্রয় নিলেন ভিডিও শেয়ারিং অ্যাপ ‘টিক টক’-এর। 

রবিবার সিবিসি নিউজের সূত্রে জানা গিয়েছে, জগমিত তরুণদের কাছে পৌঁছনোকে অগ্রাধিকার দিয়েছে, যা অন্য রাজনৈতিক নেতারা ভাবেননি। গত সপ্তাহে ১৫ সেকেন্ডের ওই ভিডিও শেয়ার করেন তিনি। সেখানে নিজের প্রচারের বার্তা সকলের কাছে পৌঁছে দিতে র‌্যাপের আশ্রয় নেন তিনি। ভিডিও হয়ে গিয়েছে ভাইরাল। ‘ভিউ’ ছাপিয়ে গিয়েছে ৩০ লক্ষ!

জগমিত সিংহ জানান, টিক টক ভিডিওর মাধ্যমে তিনি তার প্রচারের বার্তা সকলের কাছে পৌঁছে দিতে চেয়েছেন। তার প্রচারের প্রধান ফোকাস ছিল পরিবেশ সংক্রান্ত সিদ্ধান্ত ও সরকারের তহবিলের সাহায্যে সকলের জন্য ওষুধের ব্যবস্থা।

নির্বাচনের প্রাক্কালে তিনি সিবিসি নিউজকে জানান, একটা জিনিস আমি প্রচারকার্যের সময় বুঝেছি এবং আমার জীবন জুড়েও বুঝেছি যে, আপনাকে মানুষের সঙ্গে কথা বলতে হবে, সে যেখানে থাকে, সেখানে গিয়ে।

তিনি আরো বলেন, যেখানেই আপনি থাকুন, যদি আপনি তাদের সঙ্গে কথা বলতে পারেন এবং আপনার কোনো বার্তা থাকে তাদের জীবনকে সুন্দর করার, তাহলে সেই মঞ্চকে ব্যবহার করুন।

স্থানীয় সময় রবিবার ছিল প্রচারের শেষ দিন। এদিন জগমিতের কর্মসূচি ছিল হালকা। কানাডার ৪৩তম সাধারণ ‌নির্বাচনে তিনশ ৩৮টি রাইডিং বা আসন রয়েছে। সোমবার রাতে ফল ঘোষণা। এগজিট পোলের হিসেবে জগমিত তরুণ প্রজন্মের কাছে তার বার্তা পৌঁছে দিতে সক্ষম হয়েছেন এবং তার জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানায় দেশটির স্থনীয় সংবাদমাধ্যমগুলো।

Bootstrap Image Preview