Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভূমিকম্পে কাঁপল ইরান-আমিরাত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ অক্টোবর ২০১৯, ০৬:২৮ PM
আপডেট: ২১ অক্টোবর ২০১৯, ০৬:২৮ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


ইরানের দক্ষিণাঞ্চল এবং আমিরাতের দুবাইয়ে ৫ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে।  

সোমবার ভূমিকম্পটি আঘাত হানে বলে জানা গেছে। 

রুশ গণমাধ্যম স্পুটনিকের এক প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজগান প্রদেশের বন্দর লেনগেহ শহরের পাশে ভূমিকম্পটির উৎপত্তি।

ভূমিকম্পে এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয় সরকারি কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে ভূমিকম্প নিয়ে কোনো কিছু না জানালেও স্পুটনিকের প্রতিবেদনে বলা হচ্ছে, ইরান ছাড়াও প্রতিবেশী সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের পাশেও ভূকম্পন অনুভূত হয়েছে।

ইরানের সংবাদমাধ্যম বলছে, সোমবার ইরানের দক্ষিণ অংশে ভূমিকম্পটি আঘাত হানে। হরমুজগান প্রদেশের বন্দর লেনগেহ শহরের অদূরে দুই কিলোমিটার দূরে ভূমিকম্পটির উৎপত্তি।

ভূমিকম্পপ্রবণ দেশগুলোর মধ্যে ইরান অন্যতম। এ কারণে দেশটিতে মাঝেমধ্যেই। ভূমিকম্প আঘাত হানে। বিশেষ করে ইরানের দক্ষিণ অংশ ভূমিকম্পের সবচেয়ে ঝূঁকিতে রয়েছে।

 

Bootstrap Image Preview