Bootstrap Image Preview
ঢাকা, ২২ শুক্রবার, নভেম্বার ২০১৯ | ৮ অগ্রহায়ণ ১৪২৬ | ঢাকা, ২৫ °সে

মাকে হত্যা করল মাদকাসক্ত সন্তান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ অক্টোবর ২০১৯, ০২:০০ PM
আপডেট: ২০ অক্টোবর ২০১৯, ০২:০০ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


বাগেরহট শহরে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে রাবেয়া বেগম নামে এক মা খুন হয়েছেন। এ ঘটনায় ঘাতক ছেলে রাসেল শেখকে (২২) আটক করেছে পুলিশ।  

রবিবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে শহরের বাসাবাটি পুরাতন পুলিশ ফাঁড়ির কাছে এ ঘটনা ঘটেছে।

স্থানীয়রা জানান, নিহত রাবেয়ার স্বামী মারা গেলে তিনি বাসাবাটিতে মায়ের কাছ থেকে পাওয়া জমিতে ঘর তুলে বসবাস করছিলেন। তিনি তিন মেয়েকে বিয়ে দেয়ার পর ছেলে রাসেলকে নিযে ওই বাসায় থাকতেন। রবিবার সকাল ৮টার দিকে রাবেয়া বেগম বাড়ির সামনের চায়ের দোকান থেকে চা নিয়ে বাসায় আসেন। এ ময় ছুরিকাঘাতে মাকে হত্যা করে ছেলে রাসেল।

স্থানীয়রা আরও জানান, রাসেল শেখ কোন কাজ করতো না। সে এলাকায় মাদকাসক্ত ও বখাটে হিসেবে পরিচিত ছিল।

বাগেরহাট মডেল থানার ওসি মাহতাব উদ্দিন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক রাসেল শেখকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি সে ধরে নেশা করত। জিজ্ঞাসাবাদের পর জানা যাবে সে মাকে কেন হত্যা করেছে।

Bootstrap Image Preview