Bootstrap Image Preview
ঢাকা, ১৭ বুধবার, এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাজীবের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা করবে র‍্যাব

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ অক্টোবর ২০১৯, ১২:৫৬ PM
আপডেট: ২০ অক্টোবর ২০১৯, ১২:৫৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


আত্মগোপনে থাকা ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তারেকুজ্জামান রাজীবের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা করবে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)। 

রবিবার (২০ অক্টোবর) সকালে বিষয়টি জানিয়েছেন র‍্যাব-১ এর অধিনায়ক ও র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল সারওয়ার-বিন-কাশেম।

এর আগে শনিবার (১৯ অক্টোবর) রাত একটায় বসুন্ধরায় রাজীবের বন্ধুর বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর রাজীবকে নিয়েই তার নিজ বাসা এবং কাউন্সিলর কার্যালয়ে অভিযান চালায় র‍্যাব। সেখানে অবশ্য ৫ কোটি টাকার একটি চেক ছাড়া কিছুই পায়নি সংস্থাটি।

তবে বসুন্ধরায় তার বন্ধুর বাসা থেকে ৭টি বিদেশি মদের বোতল, একটি পিস্তল, একটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি উদ্ধার করে র‍্যাব। এসবের ওপর ভিত্তি করেই ডিএমপির ভাটারা থানায় অস্ত্র ও মাদক আইনে দুইটি মামলা করা হবে বলে জানিয়েছেন র‍্যাবের এই কর্মকর্তা।

এর আগে শনিবার (১৯ অক্টোবর) রাত নয়টার দিকে র‍্যাব জানতে পারে, রাজীব বসুন্ধরায় তার বন্ধুর বাসায় আত্মগোপন করে আছেন। সেই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয় বলেও জানান র‍্যাব। তার বিরুদ্ধে অভিযোগগুলো হল- সন্ত্রাসবাদ, চাঁদাবাজি এবং দখলদারিত্ব।
 

Bootstrap Image Preview