Bootstrap Image Preview
ঢাকা, ২২ শুক্রবার, নভেম্বার ২০১৯ | ৮ অগ্রহায়ণ ১৪২৬ | ঢাকা, ২৫ °সে

কাশ্মীরে কোনো প্রতিবাদ চলবে না: পুলিশ প্রধান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ অক্টোবর ২০১৯, ০৯:৫৭ PM
আপডেট: ১৯ অক্টোবর ২০১৯, ০৯:৫৭ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


কাশ্মীরে কোনো ধরনের প্রতিবাদ, বিক্ষোভ বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন সেখানকার পুলিশ প্রধান দিলবাগ সিং। 

ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য মতে, এ ধরনের প্রতিবাদ, বিক্ষোভ থেকে অশান্তি ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন।

দিলবাগ সিং বলেন, জম্মু-কাশ্মীরে স্বাভাবিক পরিস্থিতি যত তাড়াতাড়ি সম্ভব ফেরাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। অবস্থান কর্মসূচির প্ল্যাকার্ড থেকেও অশান্তি ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা তার।

কাশ্মীরের ওপর থেকে নিরাপত্তার কড়াকড়ি তুলে না নেওয়া পর্যন্ত এই ব্যবস্থা চালু থাকবে বলে জানান পুলিশ প্রধান।

এদিকে কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করার প্রতিবাদে অবস্থান বিক্ষোভ করায় গত মঙ্গলবার শ্রীনগর থেকে বেশ কয়েকজন নারীকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে ছিলেন জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহর বোন সুরিয়া আবদুল্লাহ এবং মেয়ে সাফিয়া আবদুল্লাহ খান।

জম্মু-কাশ্মীরের সাবেক প্রধান বিচারপতি বশির আহমেদ খানের স্ত্রী হাওয়া বশিরও ছিলেন গ্রেপ্তারকৃতদের তালিকায়। ব্যক্তিগত জামিনে বৃহস্পতিবার মুক্তি দেওয়া হয় তাদের।

গত ৫ আগস্ট সংবিধানের ৩৭০ ধারা বাতিলের মাধ্যমে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা কেড়ে নেয় বিজেপি সরকার। তার আগের দিন থেকে কঠোর সামরিক নিরাপত্তা জারি করা হয় অঞ্চলটিতে। সেই সঙ্গে ইন্টারনেট সার্ভিস, ল্যান্ডফোন এবং মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হয়।

Bootstrap Image Preview