Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নিজের লিভার দিয়েও বাবাকে বাঁচাতে পারছেন না কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ঊর্মি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ অক্টোবর ২০১৯, ০৮:২০ PM
আপডেট: ১৯ অক্টোবর ২০১৯, ০৮:২০ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস ৮ম ব্যাচের শিক্ষার্থী ঊর্মি আচার্য্য। তার বাবা নারায়ণ আচার্য্য দীর্ঘদিন যাবত লিভার সিরোসিসে ভুগছেন।  

বাবার লিভার প্রতিস্থাপনে তিনিই দিচ্ছেন নিজের লিভারের অংশ। কিন্তু সেই চিকিৎসার জন্য প্রায় ১৫ লক্ষ টাকার প্রয়োজন। যা দেয়ার সামর্থ্য ওই পরিবারের নেই। তাই সমাজের বিবেকবানদের দারস্ত হয়েছেন তারা।

জানা যায়, দীর্ঘদিন ধরে লিভার সিরোসিসে আক্রান্ত নারায়ণকে চূড়ান্ত চিকিৎসা হিসেবে লিভার ট্রান্সপ্লান্টের কথা জানান চিকিৎসকরা।

বাংলাদেশে লিভার ট্রান্সপ্লান্টে ঝুঁকি হওয়ার ভারতে নিতে চান তবে সেটা বেশ ব্যয় সাপেক্ষ। বর্তমানের রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে লিভার ট্রান্সপ্লান্ট করার সিদ্ধান্ত নেয়া হয়। চিকিৎসকরা জানান, অক্টোবরের শেষের দিকে যে কোন দিন ট্রান্সপ্লান্ট করানো হবে।

এদিকে ট্রান্সপ্লান্ট করার আগে পাঁচ লাখ টাকা হাসপাতালে জমা করতে বলা হয়েছে। ট্রান্সপ্লান্টের পরবর্তী দুই বছর ধরে প্রতি মাসে ১৫ থেকে ২০ হাজার টাকার পথ্য, আনুষাঙ্গিক খরচসহ ১৫ লাখ টাকার প্রয়োজন। পারিবারিকভাবে ১৫ লাখ টাকা জোগার দুঃসাধ্য হওয়ায় সকলের সহযোগিতা কামনা করেছেন উর্মি।

উর্মি আচার্য্য বলেন, ‘যুদ্ধটা এতদিন আমরা পারিবারিকভাবেই করে আসার চেষ্টা করছিলাম। কিন্তু আজ শেষ পর্যায়ে এসে এত টাকা আমারা সংগ্রহ করতে পারছি না।’

নরায়ণ আচার্য্যর চিকিৎসার জন্য সাহায্য করা জন্য তার পরিবার আবেদন জানিয়েছে। সাহায্য পাঠানোর যাবে বিকাশ বা বাংক হিসেবে। বিকাশ (পার্সোনাল)- ০১৭০৩৫১৯৯৭৭, ডাচ বাংলা ব্যাংক হিসাব নম্বর- ১৯৪১০১৪১৩২৩ (ঊর্মি রাণী আচার্য্য)।

 

Bootstrap Image Preview