Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাশিয়ার সোনার খনিতে ধস, নিহত ১৩

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ অক্টোবর ২০১৯, ০৮:০৬ PM
আপডেট: ১৯ অক্টোবর ২০১৯, ০৮:০৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


রাশিয়ার ক্রাসনয়ারস্কের সাইবেরীয় অঞ্চলে একটি সোনার খনির বাধ ধসে অন্তত ১৩ জনের প্রাণহানি ঘটেছে। শনিবার সকালের দিকে খনির বাধ ভেঙে গেলে এতে আহত হয় আরো কমপক্ষে ১৪ জন। আহতদের উদ্ধারের পর স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

রাশিয়ার এমার্জেন্সি মন্ত্রণালয় বলছে, এখন পর্যন্ত খনির বাধ ধসে ১৩ জনের প্রাণহানির তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কর্তৃপক্ষ বলছে, শনিবার সকালের দিকে সেইবা নদীর বাধ ভেঙে খনিতে পানি ঢুকে পড়ে। বাধ ভেঙে খনির শ্রমিকদের বসবাসের স্থানে পানি ঢুকে পড়ায় এই হতাহতের ঘটনা ঘটে। এতে ১০ জনের বেশি শ্রমিক এখনও নিখোঁজ রয়েছেন।

সাইবেরীয় অঞ্চলের গভর্নর আলেক্সান্দার উস টেলিভিশনে দেয়া ভাষণে বলেছেন, ‘ক্রাসনয়ারস্ক শহরের দক্ষিণে ওই সোনার খনির শ্রমিকদের অস্থায়ী আবাসনে প্রায় ৮০ জন বসবাস করছিলেন।’

তদন্ত কর্মকর্তারা বলেছেন, খনির বাধে ধসের ঘটনায় আরো ১৪ কর্মী আহত হয়েছেন। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রাশিয়ার এমার্জেন্সি মন্ত্রণালয় বলছে, খনিতে উদ্ধার ও তল্লাশি অভিযানে অংশ নিয়েছে আড়াইশ’ জনের বেশি কর্মকর্তা।

Bootstrap Image Preview