Bootstrap Image Preview
ঢাকা, ২৩ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নকল ঠেকাতে পরীক্ষার্থীদের মাথায় কাগজের বাক্স

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ অক্টোবর ২০১৯, ০৭:১৬ PM
আপডেট: ১৯ অক্টোবর ২০১৯, ০৭:১৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


বিভিন্ন দেশের শিক্ষা মন্ত্রণালয় নকল রোধে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করে । এদিকে পরীক্ষায় নকল ঠেকাতে পরীক্ষার্থীর মাথায় বাক্স ঢুকিয়ে দিয়েছেন এক শিক্ষক। এমন অভিনব পন্থায় নকল ঠেকানোর ঘটনা আগে কেউ শুনেছে কিনা সন্দেহ। এমন উদ্ভট ঘটনাটি ঘটেছে ভারতের কর্ণাটকে। 

ভারতের গণমাধ্যম এনডিটিভি জানায়, কর্ণাটক রাজ্যের রাজধানী বেঙ্গালুরু শহর থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরে হাভেরি এলাকার একটি কলেজে এ ঘটনা ঘটে। কলেজে অর্ধবার্ষিকী পরীক্ষার সময় নকল ঠেকাতে শিক্ষার্থীদের মাথায় কার্ডবোডের বাক্স ঢুকিয়ে দেয়া হয়।

সেখানে পর্যবেক্ষণের জন্য ছিলেন একজন শিক্ষক। এমন অবস্থায় কেউ এ দৃশ্যের ছবি তুলে ছেড়ে দেয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। তারপরে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার ঝড় ওঠে। এমন ছবি দেখে মারাত্মক ক্ষেপেছেন ভারতের নেটিজেনরা।

সেই সঙ্গে বিষটি জেনে ভয়াবহ চটেছেন কর্ণাটকের রাজ্য শিক্ষামন্ত্রী। তিনি বলেন, বিষয়টি মেনে নেয়া সম্ভব নয়। শিক্ষার্থীদের সঙ্গে জীবজন্তুর মতো আচরণ করার অধিকার কারোর নেই। এ ঘটনা যারা ঘটিয়েছেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে।

Bootstrap Image Preview