Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সিরিয়ায় নিজেদের ঘাটিতেই বোমা ফেললো যুক্তরাষ্ট্র

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ অক্টোবর ২০১৯, ০৯:৫২ AM
আপডেট: ১৯ অক্টোবর ২০১৯, ০৯:৫২ AM

bdmorning Image Preview


সিরিয়ার উত্তরাঞ্চলে মার্কিন সেনা বাহিনীর ফেলা রেখে যাওয়া একটি গোলাবারুদের ঘাঁটিতে বোমা মেরে উড়িয়ে দিয়েছে মার্কিন এয়ারফোর্স।

কুর্দি গেরিলাদের বিরুদ্ধে তুরস্কের সামরিক অভিযান শুরু হওয়ার আগে মুহূর্তে উত্তর সিরিয়ার ওই ঘাঁটি ছেড়ে চলে যায় মার্কিন সেনারা। আর সেখানেই ভুলবশত বোমা নিক্ষেপ করল মার্কিন যুদ্ধবিমান।

মার্কিন নেতৃত্বাধীন কথিত আন্তর্জাতিক জোটের মুখপাত্র এবং মার্কিন সেনাবাহিনীর অন্যতম কর্মকর্তা কর্নেল মাইলেজ কেজিংস তার টুইটার পেজে জানিয়েছেন, আমেরিকার দুটি যুদ্ধবিমান একটি সিমেন্ট ফ্যাক্টরিতে বোমা হামলা চালায় যা আমেরিকা ও কুর্দি গেরিলাদের সমন্বয় কেন্দ্র হিসেবে কাজ করছিল।

মাইলেজ কেজিংস বলেছেন, ওই গুদামে বিমান হামলা চালানোর আগে আন্তর্জাতিক জোটের সমস্ত সেনা এবং জরুরি কৌশলগত যন্ত্রপাতি সরিয়ে নেওয়া হয়। মার্কিন বাহিনীর এই ঘাঁটিটি সিরিয়ার আইন আল-আরব বা কুবানি শহর ও আইন আল-ইসা শহরের মধ্যবর্তী স্থানে অবস্থিত। আইন আল-আরব শহরটি কোবানি শহর বলে পরিচিত। মার্কিন গোলা-বারুদের গুদামে হামলার জন্য দুটি এফ-১৫ ই বিমান ব্যবহার করা হয়।

তিনি জানান, ওই সিমেন্ট ফ্যাক্টরি যাতে আর সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহার না করা যায় সে জন্য এগুলো ধ্বংস করা হয়েছে।

Bootstrap Image Preview